বাংলাহান্ট ডেস্কঃ গরমের মরশুম আসতেই নাজেহাল হয়ে পড়েন মানুষজন। এইসময় নানারকম ভাইরাল ভিডিও (viral video) দেখা যায়, যেখানো হয় গরম থেকে মুক্তি পাওয়ার নানাধরণের অদ্ভূত উপায়। যা দেখে হেসেই লুটিয়ে পড়েন স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেক সময় আবার তা নিজেরাও বাড়িতে প্রয়োগ করে দেখেন।
সম্প্রতি দিনে গরমে নাজেহাল মানুষের গরম থেকে মুক্তির উপায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। ভিডিও প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তানের হলেও, তা দেখে হো হো করে হেসে উঠেছে নেটজনতারা। গরমের ক্লান্তির মাঝেও কিছুটা হাসির খোরাক জুগিয়েছে এই ভাইরাল ভিডিও।
প্রথমেই দেখে নিন সেই মজাদার ভিডিও-
https://twitter.com/rupin1992/status/1383982439807152135
ভিডিওতে দেখা যায় এক বাড়ির উঠোনে একটি খাটিয়াতে দুজন ব্যক্তি বসে গল্প করছেন। চড়া রোদের মধ্যে বসে গল্প করলেও, তাদের কিন্তু বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে। কারণ তাঁরা রোদে বসে থাকলেও, গরম থেকে মুক্তির উপায় তাঁরা বের করে ফেলেছেন।
তাদের পাশেই দেখা যায় একটি গাধাকে। যে একটি লাঠির চারপাশ দিয়ে সমান গতিতে ঘুরে চলেছে। শুধু তাই নয়, গাধার গলার সঙ্গে একটা লম্বা কাঠ দিয়ে দাঁড় করিয়ে রাখা লাঠির সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। আর লাঠির উপরে রয়েছে আরও একটি লম্বা লাঠি, যেটি আড়াআড়ি ভাবে লাঠির মাথায় বাঁধা রয়েছে। সেই লাঠির দুপাশে দুটো বড় বড় কাপড়ের টুকরো লাগানো রয়েছে। এবার গাধাটি দাঁড় করিয়ে রাখা লাঠির চারপাশ দিয়ে ঘুরতেই, তা পাখার মত করে ঘুরে হাওয়া দিচ্ছে। যার ফলে খাটিয়ায় বসে থাকা মানুষ গুলো আরাম করে বসে রয়েছেন। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।