বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়েলস। আজকের ম্যাচ জিততে মরিয়া দুই দলই। একদল নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চাইবে অপর দল পরপর দুই ম্যাচে হেরে আজ জিততে মরিয়া। এবার আইপিএলে প্রথম তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে বিরাট কোহলির বেঙ্গালুরু অপরদিকে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে রয়েছে রাজস্থান রয়েলস।
আজকের ম্যাচ জয়ের লক্ষ্যে নামবে দুই দলই। তাই দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে নামবে। এই মুহূর্তে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রত্যেক ব্যাটসম্যানই রয়েছে দারুন ছন্দে, কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে 200 উপর রান করেছিল এই বেঙ্গালুরু। তবে আজকে নিজেদের ব্যাটিং লাইনআপ আরও একটু মজবুত করে রাজস্থানে বিরুদ্ধে নামতে চলেছে বেঙ্গালুরু। আজকের ম্যাচে বেঙ্গালুরু জার্সি গায়ে প্রথমবার নামতে চলেছেন সদ্য করোনা মুক্ত হওয়া ড্যানিয়েল স্যামস।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ:-
বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, গ্লেন ম্যাক্সওয়েল, ফিন অ্যালন, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, কাইম জেমিসন, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।