বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে জিম্বাবুয়েতে চলছে জিম্বাবুয়ে এবং পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। গতকাল এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। আর এই ম্যাচেই ঘটে গেল এক ভয়ংকর ঘটনা, যা প্রাণ কেড়ে নিতে পারতো জিম্বাবুয়ের ব্যাটসম্যান তিনশে কামুনুখামওয়ের।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 9 উইকেট হারিয়ে 118 রান করে জিম্বাবুয়ে, পাকিস্তানের কাছে 119 রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে 99 রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। 19 রানে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ 16 টি ম্যাচে এটি জিম্বাবুয়ের প্রথম জয়।
Those dreadlocks surely saved Kamunhukamwe from potential concussion after getting hit by an Arshad Iqbal bouncer 😂 #ZIMvPAK @ZimCricketv #VisitZimbabwe pic.twitter.com/3n6oxjVn8K
— Kuda Jr (@kudaville) April 23, 2021
এই ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসে ক্রিজে ব্যাট করছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান তিনশে কামুনুখামওয়ের। জিম্বাবুয়ের ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসে পাকিস্তানের তরুণ বোলার আরশাদ ইকবাল। ইকবাল ওভারের দ্বিতীয় বলটি সজোরে বাউন্সার দেন সেই বল সোজা গিয়ে লাগে কামুনুখামওয়ের হেলমেটে। বলের ধাক্কায় সঙ্গে সঙ্গে হেলমেট দু-টুকরো হয়ে যায়। হেলমেটের ওপরের অংশ বলের ধাক্কায় ভেঙ্গে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায় দুই ফিল্ড আম্পায়ার এবং পাকিস্তান দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তিনি কিছুক্ষণ স্থির ভাবে দাঁড়িয়ে থাকার পর জানান তিনি সুস্থ আছেন। তারপর তিনি ফের ব্যাট করতে নামেন। এই ম্যাচে 40 বলে 34 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কামুনুখামওয়ের।
Those dreadlocks surely saved Kamunhukamwe from potential concussion after getting hit by an Arshad Iqbal bouncer 😂 #ZIMvPAK @ZimCricketv #VisitZimbabwe pic.twitter.com/3n6oxjVn8K
— Kuda Jr (@kudaville) April 23, 2021
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 19 রানে জয় তুলে নিয়ে এই মুহূর্তে সিরিজে সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে দল।বর্তমানে সিরিজের অবস্থান জিম্বাবুয়ে 1-1 পাকিস্তান।