‘ক্ষমতায় ফিরছে তৃণমূলই’, দলীয় বৈঠকে কর্মীদের মনোবল বাড়ালেন মমতা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে শেষ হয়েছে একুশের প্রেস্টিজ ফাইটের সব দফার ভোটগ্রহণ পর্ব (WB Assembly Election 2021)। এবার গোটা রাজ্য তাঁকিয়ে ২মে’র দিকে। তার আগে শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদেরকে একাধিক পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা দলীয় কর্মীদের বললেন, ‘ভোট গণনার শুরু থেকেই শেষ পর্যন্ত সেই কেন্দ্রে থাকতে হবে, কোনও হালেই গণনাস্থল ছেড়ে বেরিয়ে আসা যাবে না, টেবিল আঁকড়ে শেষ পর্যন্ত থাকতে হবে।’ ভোট গণনাকেন্দ্রে অন্য দলের কারও কাছ থেকে কোনও রকম খাবার না নেওয়ারও নিদান দেন তিনি (Mamata Banerjee)।

An Images

এবারের হাইভোল্টেজ লড়াইয়ের নির্ঘন্ট প্রকাশ পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে শাসকদলের (TMC) পক্ষ থেকে একাধিক বার অভিযোগ করা হয় ইভিএম (EVM) কারচুপি করছে গেরুয়া শিবির। আজ শুক্রবার বেলা ৩টের আগে কালীঘাট শুরু হওয়া বৈঠকে সেই কথা মাথায় রেখেই দলীয় প্রার্থী ও এজেন্টদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কোনও অবস্থাতেই গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না’।

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, একাধিক সংবাদমাধ্যমের সাথে বোঝাপড়া হয়েছে গেরুয়া শিবিরের (BJP)। তাই ভোট গণনার শুরু থেকেই হয়ত এটা দেখা যাবে যে, বিজেপি এগিয়ে। তখনই মমতার নিদান, চিন্তার কোনও বিষয় নেই। দিনের শেষে তৃণমূলই জিতবে। তাঁর কথায়, ভোট গণনা কেন্দ্র ছেড়ে বেরোনোর মানে ময়দান ছেড়ে দেওয়া। মমতা বলেন, ‘নিশ্চিত যে আমাদের প্রচুর আসন আসবে।’

ad

সম্পর্কিত খবর