ফলাফলের আগেই আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী, অন্যদিকে মন্ত্রীমন্ডল সাজাচ্ছেন বিজেপির চাণক্য

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) ৮ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল প্রকাশের দিন ধার্য করা হয়েছে আগামী ২ রা মে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবার সকলেই রবিবারের দিকে তাকিয়ে রয়েছে। একদিনে তৃণমূল (tmc) সুপ্রিমো মমতা ব্যানার্জি (mamata banerjee) আত্মবিশ্বাসী যে আবারও বাংলায় তাদেরই কর্তৃত্ব থাকছে। আর অন্যদিকে বিজেপি (bjp) শিবির ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর হয়ে রয়েছে।

ফলাফল বেরোনোর আগেই শুক্রবার সকল প্রার্থীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক সারেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই তিনি সকলকে জানান, জয়ের পর কেউ যেন মত বদল করে বিজেপিতে না চলে যান। এবারেও ক্ষমতায় তারাই আসছেন।

Mamata Banerjee called an emergency meeting with tmc candidates

মত বদলে বিজেপির প্রলোভনে পা দিতে না করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রার্থী এবং এজেন্টদের তিনি গণনাকেন্দ্রেই থাকার নির্দেশ দিয়েছে। গণনার সময় ভুল করেও বা কারো কথায় মাথা গরম করেও ইভিএম মেশিনের কাছ থেকে না সরার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর আশঙ্কা, গণনা কেন্দ্রে বিজেপি কোন সমস্যা করতে পারে। বিজেপি জিততে না পারলে, তৃণমূলের জয়ী বিধায়কদের প্রলোভন দেখাতে পারে। তাই সকলকে সকাল সকাল সেখানেই থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা ব্যানার্জি আরও জানিয়েছেন, ‘বাঁকুড়া, জলপাইগুড়ি, কোচবিহারের কিছু আসনে তৃণমূলের খারাপ ফল হলেও মন খারাপ করার কোন কারণ নেই। গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাবার কোন দরকার নেই। প্রয়োজনে ফোন করবেন। এবার আমারই জিতব’।

amit shah bengal today

অন্যদিকে, বাংলার ক্ষমতায় আসার পূর্বেই বিজেপি মন্ত্রীমন্ডল তৈরির কাজ শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই তালিকায় মুখ্যমন্ত্রী পদে সর্বপ্রথম নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেইসঙ্গে অন্যান্য পদে নাম রয়েছে- শুভেন্দু অধিকারী, মুকুল রায়, রাজীব সিনহা, অশোক লাহিড়ী, লকেট চ্যাটার্জিসহ আরও অনেকের।

Smita Hari

সম্পর্কিত খবর