বাংলা হান্ট ডেস্কঃ ইন্দ্র দেবতাকে সন্তুষ্ট করে বৃষ্টি নামাতে “ব্যাঙের বিয়ে”। ছোটবেলায় পড়া এইসব রূপকথা নিছক গল্প মনে হলেও এখনো এ ধরনের নানা ঘটনাকেই প্রথার মর্যাদা দিয়ে আসছেন ভারতের নানা প্রান্তের অধিবাসীরা। গত বছরেও কর্নাটকের উডুপিতে ভাল বৃষ্টিপাতের জন্য মে মাসে বিয়ে দেওয়া হয়েছিল দুটি ব্যাঙের। যদিও সে সুখী সংসার বেশিদিন স্থায়ী হয়নি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দুই মাসের মধ্যেই ঘাড় ধরে দুটি ব্যাঙের বিবাহবিচ্ছেদ করিয়েছেন গ্রামবাসীরা। এবছর আবারও সামনে এলো একি ধরনের ঘটনা। একদিকে যখন করোনার আতঙ্কে ভুগছে গোটা দেশ, অন্যদিকে তখনই পেটে টান পড়েছে ভারতের নানা অঞ্চলের অধিবাসীদের।
ব্যতিক্রম নন ত্রিপুরার চা শ্রমিকরা। চা চাষের জন্য যে বিপুল জল দরকার তা বলাই বাহুল্য। আর সেই কারণেই এবার ইন্দ্রদেবকে সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ের আয়োজন করলেন পশ্চিম ত্রিপুরার আদিবাসী চা শ্রমিকরা। আয়োজন অবশ্য সবই মানুষের মত। নদীতে স্নান করানো থেকে গায়ে হলুদ, নতুন জামা ও শাড়ি পরানো থেকে মালাবদল, সিঁদুর দান-সবই রয়েছে অনুষ্ঠানে। পার্থক্য কেবল একটাই এখানে পাত্র-পাত্রী মানুষ নয় ব্যাঙ।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়,গ্রামের মহিলারা সকলে মিলে জড়ো হয়েছেন একটি জায়গায়। সেখানে এক মহিলা ধরে রেখেছেন পাত্রকে অন্য মহিলার হাতে রয়েছে পাত্রী। নতুন জামাই সেজে স্ত্রীর গলায় মালা পরাতে প্রস্তুত ব্যাঙবাবুও। যদিও মালা পরাতে সাহায্য করলেন মহিলারাই। অদ্ভুত এই প্রথা সম্পর্কে গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘকাল ধরেই এই প্রথা অনুসরণ করে আসছেন তারা। চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলে ইন্দ্র দেবতাকে সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ে দেওয়া হয়।আশীর্বাদস্বরূপ বৃষ্টিপাত ঘটান ইন্দ্রদেব।
#Watch| Frogs married off in Tripura to please rain god
Two toads were married performing all the rituals from bath in pond or river to new dresses, exchange of garlands, and applying of vermilion (sindoor). pic.twitter.com/qObo5i4qmM
— ANI (@ANI) May 6, 2021