‘রেড ভলেন্টিয়ার্স”দের সঙ্গে অক্সিজেন সিলেন্ডার নিয়ে রোগীর পরিবারের বচসা

বাংলা হান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ বাংলায় আছড়ে পড়ার পর একদিকে যেমন তছনছ হয়ে গেছে বহু মানুষের জীবন। তেমনি আবার আক্রান্তও রোগীদের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। এদের মধ্যে অন্যতম বাম স্বেচ্ছাসেবক সংগঠন রেড ভলেন্টিয়ার্স। এবারের নির্বাচনে খাতা খুলতে পারেনি বাম। কিন্তু নির্বাচনের স্কোরশিটে তাদের উপস্থিতি না থাকলেও তাদের উপস্থিতি মানুষের পাশে। এমনটাই বার্তা দেওয়া হয়েছিল রেড ভলেন্টিয়ার্স তরফে। একের পর এক মুমূর্ষ রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছে যাচ্ছিলেন তারা। হাসপাতালে ভর্তি করার দরকার হলে সেখানেও সাহায্যে এগিয়ে আসছিলেন রেড ভলেন্টিয়ার্সরাই। এই কারণে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যথেষ্ট প্রশংসিত হয়েছেন তারা।

কিন্তু এবার এই রেট ভলেন্টিয়ারদেরই দেখা গেল ঝামেলায় জড়িয়ে পড়তে। ঘটনাটি ঘটেছে,আসানসোলের মহিশীলা অঞ্চলের শিমূলতলা এলাকায়। জানা গিয়েছে,কিছুদিন আগেই করোনা সংক্রমিত ওই অঞ্চলের বাসিন্দা সুকান্ত চট্টোপাধ্যায়। ৭৬ বছর বয়সী ওই প্রবীন নাগরিক দীর্ঘদিন যাবত ভুগছিলেন প্যানক্রিয়াসের সংক্রমণে। এমতাবস্থায় বাড়িতে চিকিৎসা চলার কারনে অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে তার। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে একটি পোস্ট করেন সুকান্ত বাবুর মেয়ে সৌমিতা। খবর পেয়ে ছুটে আসে রেড ভলেন্টিয়ার্স। সৌমিতা বলেন, ” রোগীর শারীরিক পরিস্থিতি বিচার করে গত ১৬ মে ফেরত যোগ্য ৫০০০ টাকা ও প্রতিদিন ৫০ টাকা ভাড়ার বিনিময়ে পাঁচদিনের জন্যে মৌখিক চুক্তিতে অক্সিজেন সিলিন্ডার আমাদের দেয় ওই বাম স্বেচ্ছাসেবকরা৷”
কিন্তু পরিবার তরফেই দাবি পাঁচদিনের জায়গায় চারদিনের মাথাতেই সিলিন্ডার ফেরত নিতে আসে রেড ভলেন্টিয়ার্স কর্মীরা। রোগীর শারীরিক পরিস্থিতি তখন যথেষ্ট খারাপ। সেই কারণেই সিলিন্ডার ফেরত দিতে অস্বীকার করেন তারা।

রেড ভলেন্টিয়ার্সদের তরফে অবশ্যই এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তারা শুধু উইন্ডো পিরিয়ডের জন্যই অক্সিজেন পরিষেবা দিয়ে থাকেন। কিন্তু এই রোগের যা অবস্থা তাতে তাকে শীঘ্রই হাসপাতালে ভর্তি করা দরকার। কিন্তু সে কথা শুনছেন না পরিবার। উল্টে চারদিন পরে সিলিন্ডার আটকে রেখেছেন। রেড ভলেন্টিয়ার্সেরই এক সদস্য ডাক্তার কুলস্থ আচার্য জানান, রোগীর কাগজপত্র খতিয়ে দেখে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা দেন। তবে অক্সিজেন খুলে নেওয়ার পরেও রোগীর স্যাচুরেশন লেভেল নব্বইয়ের নিচে নামেনি। অন্যদিকে ওই পরিবার অবশ্য রেড ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে। যদিও রেড ভলেন্টিয়ার্স সদস্য তথা এসএফআই নেতা মিহির চক্রবর্তীর দাবি, দুর্ব্যবহার করেছে ওই পরিবারই।

ইতিমধ্যেই বিষয়টি গড়িয়েছে থানাতেও আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রেড ভলেন্টিয়ার্স। যদিও রোগীর জন্য ইতিমধ্যেই অন্য একটি সিলিন্ডারের ব্যবস্থা করেছে পৌরনিগম। তবে ঘটনাটি যথেষ্ট ভাইরাল হয়েছে সুকান্ত বাবুর মেয়ের ফেসবুক লাইভ থেকে। পাল্টা রেড ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন রোগীর পরিবারও। সবমিলিয়ে উত্তেজনা এখন চরমে।


Abhirup Das

সম্পর্কিত খবর