বাংলায় আর কতদিন থাকবে ইয়াসের প্রভাব? কবে থামবে বৃষ্টি- জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও, ঝড়ের হালকা ঝাপটাতেই কুপোকাত বঙ্গবাসী। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, ঝড় নয়, বাঁধ ভাঙা জলে ভেসে গেল গ্রামের পর গ্রাম। ঘরছাড়া এখনও বহু মানুষ। কিন্তু এই ইয়াসের প্রভাব আর কতদিন থাকবে বাংলায়?

হাওয়া অফিস জানিয়েছে, শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ইয়াস এখন ভারী নিম্নচাপে পরিণত হয়েছে, যা রাঁচি থেকে ২০ কিলোমিটার পূর্ব এবং জামশেদপুর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। তবে ইয়াস এখনও জলীয় বাষ্প পূর্ণ বাতাসের জোগান দেওয়ায়, হাওয়া সোজা বাঁদিকে বেঁকে যাওয়ায় বজ্রগর্ভে মেঘে তৈরি হয়েই যাচ্ছে। আর বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত ইয়াসের একটা হালকা প্রভাব এখনও রয়েছে। যার জেরে বাংলায় এখনও বৃষ্টি দেখা যাচ্ছে।

Reuters fb

তবে মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার সারাদিন ধরে চললেও, এবার ধীরে ধীরে কিছুটা হলেও কমবে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে শুরু করলেও, দার্জিলিং, কালিম্পং, বীরভূম ও পশ্চিম বর্ধমানে জারী থাকবে বৃষ্টি। ধীরে ধীরে শনিবার পেরিয়ে রবিবার থেকে আবহাওয়ার ক্রমশ উন্নতি হতে শুরু করবে, আর সেইসঙ্গে চড়বে তাপমাত্রার পারদ।

আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

rain 1 11

গতকালের তুলনায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। তবে সকাল থেকে কলকাতার আশেপাশে বৃষ্টি দেখা না গেলেও, হালকা পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। বেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর