ইয়াসে ক্ষয়ক্ষতি বাবদ প্রধানমন্ত্রীর কাছে ২০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চাইলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ইয়াসে বিধ্বস্ত এলাকাগুলোর আজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ওনার বৈঠক করার কথা ছিল। কিন্তু, বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় শুভেন্দু অধিকারীর নাম দেখেই বেঁকে বসেন মমতা। এরপর নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় যে, মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন না। যদিও এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। মাত্র ৫ মিনিটই দুজনই মুখোমুখি ছিলেন। আর ওই পাঁচ মিনিটের মধ্যে রাজ্যে ইয়াসের দ্বারা হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

1621386134 mamata banerjee

ইয়াসে ক্ষয়ক্ষতি এবং দিঘা আর সুন্দরবনের উন্নয়নে ২০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতয়া বন্দ্যোপাধ্যায়। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের পর ওনাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনখড়। কিন্তু এরপর হওয়া পর্যালোচনা বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একান্ত সাক্ষাতের দাবি করলে, সেটাও হয়নি।

1621903414 mamata raj

দিঘায় প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ‘সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, ভাঙড় ও সাগর পরিদর্শন করতে গিয়েছিলাম। এরপর সাগর, নামখা আর পাথরপ্রতিমা থেকে পরিদর্শন সেরে কলাইকুণ্ডায় গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আসবেন জানতাম না। ইয়াসের কারণে বাংলায় যা ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর রিপোর্ট কলাইকুণ্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। ওনাকে বলেছি, এটা আমাদের ক্ষয়ক্ষতির খতিয়ান, এরপর আপনি যা ভালো বুঝবেন করবেন।”

Koushik Dutta

সম্পর্কিত খবর