হুইলচেয়ারে পৌঁছালেন আদালতে, শরীর ভালো নেই পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারি করে ভারত ছেড়ে অ্যান্টিগুয়া পাড়ি দিয়েছিলেন কুখ্যাত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। ইতিমধ্যেই তাকে ভারতে ফিরিয়ে আনতে বিশেষ বিমানও পাঠানো হয়েছিল সিবিআই তরফে। কিন্তু আপাতত ডোমিনিকান কোর্টে অবৈধ প্রবেশের মামলা করা হয়েছে মেহুলের নামে। যার জেরে এই মুহূর্তে তাকে ভারতে ফেরাতে পারেনি সিবিআই। তবে মেহুলের আইনজীবী যদিওবা দরবার করেছিলেন মেহুল এখন ডোমিনিকান নাগরিক তাই তাকে যেন ভারত সরকারের হাতে তুলে দেওয়া না হয়। কিন্তু সে কথা মেনে নেয়নি অ্যান্টিগা সরকার। তাকে দিল্লির হাতে তুলে দেবার কথাও বলা হয়েছে।

কিন্তু যতদিন না তার বিরুদ্ধে মামলা শেষ হচ্ছে ততদিন ভারতের ফিরতে পারবেন না তিনি। এরইমধ্যে জানা গিয়েছে, খুবই অসুস্থ মেহুল। এমনকি নিজে থেকে হাঁটাচলাও করতে পারছেন না তিনি। যার জেরে শুক্রবার তাকে হুইল চেয়ারে বসিয়ে আদালতে নিয়ে আসা হয়। চিফ ম্যাজিস্ট্রেট ক্যান্ডিয়া ক্যারেট জর্জ জানিয়েছেন, মেহুলের চিকিৎসকরা জানিয়েছেন তার শরীর ভালো নেই। ৭ জুন শুনানি না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল রিমান্ডে রাখা হবে বলে জানানো হয়েছে।

ডোমিনিকার ভেসেলে মেহুলকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তার আইনজীবী। আপাতত দুটি কোর্টে পৃথক মামলা চলছে তার। আর তার জেরেই ভারতে ফেরানো যাচ্ছে না এই কুখ্যাত হিরে ব্যবসায়ীকে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে মেহুল এবং তার ভাগ্নে নীরব মোদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকার জালিয়াতি করেন বলে অভিযোগ উঠেছিল। কিন্তু সেই অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই একজন চলে যান অ্যান্টিগুয়ায়, আরেকজন ব্রিটেনে চলে যান তারা। সেখানেই একটি দ্বীপে বাস করছিলেন এই দুই কুখ্যাত ব্যবসায়ী। শেষ পর্যন্ত ২৫ মে ডমিনিকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Abhirup Das

সম্পর্কিত খবর