বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে বাংলায় প্রবেশ করেছে বর্ষা। গত কয়েকদিন ধরেই ওড়িশা সহ পশ্চিমবঙ্গের বেশকিছু উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দপ্তর। বিশেষত ওড়িশার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জেরে মৎস্যজীবীদের জন্য সর্তকতা আগেই জারি করেছিল আইএমডি। এবার আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন ঝোড়ো ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে বর্ষা।
আর তাই শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের বেশ কিছু রাজ্য জুড়েই রয়েছে আগাম ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন চলবে বর্ষার শক্তি প্রদর্শন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্রমাগত ক্যানিং হয়ে মালদার ভিতর দিয়ে অগ্রসর হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর সেই কারণেই আপাতত আগামী কয়েকদিন বর্ষার ঝোড়ো ব্যাটিং দেখতে পাবে রাজ্যবাসী।
আজকের আবহাওয়া :
আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, আগামী দু তিন ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সর্তকতা। মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। হাওয়া অফিসের মতে, ভারী বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। এছাড়া ঘন্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। জানানো হয়েছে, বিশেষত মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলি আজ থেকে আগামী কয়েকদিন ভারী বর্ষণের সম্মুখীন হতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া :
দক্ষিণবঙ্গের বিশেষত গাঙ্গেয় সমভূমি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘণ্টায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন সকালের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুরের দিকেই শুরু হবে বৃষ্টি। বিশেষত আজ এবং কাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে রয়েছে প্রায় ৭০ থেকে ১১০ মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতা এবং হুগলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে। যদিও মূলত ভারী বৃষ্টিপাত কাল থেকেই শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতার আকাশ আজ প্রধানত মেঘলা থাকবে।
আগামীকালের আবহাওয়া :
আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ তো বটেই মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশের দিকে এগোতে থাকবে দক্ষিণ পশ্চিম বায়ু। যার জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৭০%। যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। তবে কলকাতায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে মোটামুটি ১৭ জুন নাগাদ।