বর্ষার টেস্ট ম্যাচ জারি বাংলায়, কতদিন চলবে এই টানা বৃষ্টি, জানালো আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার বেশ ভালোই ব্যাটিং শুরু করেছে বর্ষা। আবহাওয়া দফতর (weather office) দ্বারা নির্ধারিত সঠিক সময়ে বঙ্গে প্রবেশ করেই, এখনও অবধি বৃষ্টির পারফরম্যান্স সেরা ছিল। এই বৃষ্টির জারি থাকবে এখনও ৩-৪ দিন- এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। শুধুমাত্র বাংলার দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টিতে সমানভাবে ভিজছে উত্তরবঙ্গও। সেইকারণে আগামীকাল অর্থাৎ ১৭ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সেই যে আকাশের মুখ ভার হয়ে রয়েছে, তা আর পরিষ্কার হওয়ার নাম নিচ্ছে না। ঝিরিঝিরি বৃষ্টি অনবরত হয়েই চলেছে। আজও সারাদিন কলকাতা সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা নেওয়া আবশ্যক বলে মনে করিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা।

vjvbbbcbc

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা30° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা94%
বাতাস18 km/h
মেঘে ঢাকা95%

আজকের আবহাওয়া:

আজকে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কখনো কখনো বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই বেশকিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে।

vbvbvvbvbvbvb

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার দক্ষিণের কলকাতা, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কখনো কখনো বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর