বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আফগানিস্তান। এই ম্যাচ 1-1 ফলাফলে ড্র হয়েছে। তবে ম্যাচ ড্র হলেও ভালো খবর ভারতীয় দলের জন্য। এই ম্যাচ ড্র করে এএফসি এশিয়ান কাপ এর তৃতীয় রাউন্ডে সরাসরি যাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলল সুনীল ছেত্রীরা।
গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে দোহার জাসিম বিন হামিদ স্টেডিয়ামে নেমেছিল ভারতীয় দল। এশিয়া কাপের তৃতীয় রাউন্ড এর যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট নিতে হত ভারতকে। আর সেটাই করে দেখালো ভারত। ম্যাচ ড্র করে এএফসি এশিয়ান কাপ এর তৃতীয় রাউন্ডে সরাসরি পৌঁছে গেল ভারত।
এইদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছিল ভারতীয় দল। একের পর এক আক্রমণে বিপক্ষের রক্ষণভাগকে নাভিশ্বাস তুলেছিল সুনীল, আশিকরা। ম্যাচের 12 মিনিটে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয় ভারতকে। 75 মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত, 82 মিনিটে সমতায় ফেরে আফগানরা। 1-1 ফলাফলে ম্যাচ শেষ হয়। 8 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল ভারত, সেই সঙ্গে ভারত পৌঁছে গেল এএফসি এশিয়ান কাপ এর তৃতীয় রাউন্ডে।