বৃষ্টিতে ভাসছে সোনারপুর, রাস্তায় জমা জল পেরিয়েই এলাকাবাসীর সমস‍্যা শুনতে গেলেন বিধায়ক লাভলি

বাংলাহান্ট ডেস্ক: লাগাতার বৃষ্টিতে তথৈবচ অবস্থা গোটা রাজ‍্যের। বর্ষার আগমনের শুরুতেই জলছবি চতুর্দিকে। একই পরিস্থিতি সোনারপুর (sonarpur) অঞ্চলেও। রাস্তায় জল থইথই। সেই জল পেরিয়েই এলাকার বাসিন্দাদের খোঁজ নিতে এলেন সোনারপুরের নব নির্বাচিত তারকা বিধায়ক লাভলি মৈত্র (lovely moitra)। শুনলেন এলাকাবাসীর সমস‍্যার কথা।

শুক্রবার সকালেই সোনারপুরের বাসিন্দারা দেখলেন এক অভূতপূর্ব দৃশ‍্য। রাস্তায় জমা জল ঠেলে এগিয়ে আসছেন ‘জলনূপুর’এর নায়িকা তথা সোনারপুরের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। টানা বৃষ্টিতে সোনারপুরের বেশ কিছু ওয়ার্ডই জলের তলায় চলে গিয়েছে।

lovely

এদিন সোনারপুরের ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তারকা বিধায়ক। লাভলিকে সামনে পেয়েই বাসিন্দারা সকলেই জলযন্ত্রণার কথা জানালেন। নিকাশি ব‍্যবস্থার দুর্দশার জন‍্যই এই দুর্ভোগ বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। এমনকি তারা দাবি করেন অনেক জায়গায় নিকাশি ব‍্যবস্থাটাও নেই। অভিযোগ শুনে লাভলি আশ্বাস দেন কীভাবে দ্রুত পরিস্থিতি উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করে ব‍্যবস্থা নেবেন তিনি।

LM 1624014702904 1624014713625
এর আগে সোনারপুর অঞ্চলে পানীয় জলের সমস‍্যার সমাধান করেছিলেন লাভলি। সেখানকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন সেই বাম আমল থেকেই নাকি এখানে পানীয় জলের সমস‍্যা রয়েছে। তাই সেই সমস‍্যার এক অস্থায়ী সমাধান করে দেন লাভলি। পানীয় জলের ট‍্যাঙ্কার বসানোর ব‍্যবস্থা করেছিলেন বিধায়ক। তাই এবারেও সোনারপুরবাসীরা আশাবাদী তাদের বিধায়ক কোনো না কোনো এক ব‍্যবস্থা ঠিকই করবেন।

বর্ষার শুরুতেই গোটা শহরে চেনা সেই বর্ষার জল থইথই ছবি। উত্তর থেকে দক্ষিণ ছবিটা একই রকম। নীচু জায়গা গুলোতে কোথাও গোড়ালি অবধি কোথাও আবার হাঁটু অবধি জল। বিশেষত বেহালার অবস্থা কার্যতই বেহাল। হাঁটু পর্যন্ত জলে ডুবে রয়েছে রাস্তা। বাড়িগুলির নীচের তলা চলে গিয়েছে জলের তলায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর