বাংলাহান্ট ডেস্ক: বিয়ে নিয়ে সংসদে দাঁড়িয়ে ‘অসত্য’ বলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। এমনি অভিযোগে আবারো বড়সড় ফাঁসলেন তৃণমূল সাংসদ। নুসরতের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি (bjp) সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্য্য। নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে ‘ভুল’ তথ্য দিয়েছেন নুসরত, এমনি দাবি করেছেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ।
গত ১৯ জুন লোকসভা স্পিকারকে এই মর্মে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ। চিঠির সঙ্গে নুসরতের লোকসভা প্রোফাইলও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করেছেন নুসরত। বিজেপি সাংসদের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে শপথ গ্যহণের সময় যে কথা বলেছিলেন নুসরত তার সঙ্গে এখন সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতির কোনো মিল নেই। তাঁর দাবি, লোকসভার এথিকস কমিটি এই বিষয়ের তদন্ত করুক।
বিজেপি সাংসদের আরো বক্তব্য, শপথগ্রহণের সময় হাতে চূড়া, সিঁথিতে সিঁদুর নিয়ে সম্পূর্ণ বিবাহিত হিন্দু নারীর বেশে শপথ নিয়েছিলেন নুসরত। তাঁর সেই সাজের জন্য কট্টরপন্থীদের আক্রমণের মুখেও পড়তে হয়েছিল। তখন অনেক সাংসদই নুসরতের পক্ষ নিয়েছিলেন। সর্বোপরি নুসরতের ‘বিয়ে’র গ্র্যান্ড রিসেপশনে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগেও নুসরতের লোকসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার ভিডিওটি টুইট করেছিলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। সেখানে স্পষ্ট অভিনেত্রী সাংসদকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’। উপরন্তু সেদিন সংসদে সম্পূর্ণ বিবাহিতা হিন্দু নারীর সাজে উপস্থিত হয়েছিলেন নুসরত। হাতে ছিল নিখিলের নামের চূড়া, সিঁথিতে সিঁদুর।
সেই তুমুল চর্চিত শপথ গ্রহণের ভিডিওটিই শেয়ার করে কটাক্ষ ছুঁড়েছিলেন অমিত মালব্য। তাঁর প্রশ্ন, ‘তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কার সঙ্গে বিয়ে করেছেন বা কার সঙ্গে লিভ ইন করছেন তা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু উনি একজন নির্বাচিত প্রতিনিধি এবং সংসদে অন রেকর্ড তিনি বলেছেন নিখিল জৈনের সঙ্গে তিনি বিবাহিতা। তাহলে কি উনি সংসদে দাঁড়িয়ে মিথ্যে বললেন?’
উল্লেখ্য, সংসদে দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি যদি ভুল তথ্য দেয় তবে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ করা যায়। নুসরতের বিরুদ্ধেও কি তবে সেটাই করার ভাবনায় রয়েছে বিজেপি? অমিত মালব্য উত্তরে বলেন, সংসদ এখন বন্ধ রয়েছে। খুললে তারপর তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।