প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতে গিয়ে ফেঁসে গেলেন রাহুল গান্ধী, ছুটতে হল আদালতে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গুজরাটে ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার হাজিরা দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) অপমানজনক কথা বলায়, সুরাটের এক বিধায়ক রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল। সেই কেসের উপর ভিত্তি করেই, আজ আদালতে হাজির হবেন তিনি।

এক সপ্তাহ আগেই সুরত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএন ডেভ, নিজের বক্তব্য রেকর্ড করার জন্য ২৪ শে জুন রাহুল গান্ধীকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। কংগ্রেস নেতার বিরুদ্ধে এই মামলা করেছিলেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী।

২০১৯ সালে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক অভিযোগ, ২০১৯ সালে একটি নির্বাচনী র‍্যালিতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন ‘সমস্ত চোরের নাম মোদী কেন?’ অর্থাৎ রাহুল গান্ধী সমস্ত মোদী সম্প্রদায়কে অপমান করেছেন।

বিষয়টা হল, ২০১৯ সালের ১৩ ই এপ্রিল কর্ণাটকের কলার শহরের একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে রাহুল গান্ধী এক বিতর্কিত মন্তব্য করে বসেন। যার জেরেই আজ তাঁকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। রাহুল গান্ধী বলেন, ‘নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী- সবার নামেই মোদী রয়েছে। সমস্ত চোরের নামেই মোদী থাকে কেন?’

X