বাংলাহান্ট ডেস্কঃ ঘুরে ফিরে সংবাদ শিরোনামে আবারও উঠল কাটমানি ইস্যু। আবারও সেই অভিযোগের তীর তৃণমূল (tmc) নেতার বিরুদ্ধে। উঠল রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। এমনকি স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বিক্ষোভও দেখায় এলাকাবাসী।
ঘটিনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের মহিপুরের হরিরামপুর এলাকায়। জানা গিয়েছে, হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র (Biplab Mitra) গত ১৭ ই জুন নুরপুর থেকে মহিপুর অবধি প্রায় ৬ কিমি রাস্তার কাজের সূচনা করেন। এই কাজের জন্য মোট ৪৪ লক্ষ টাকা বরাদ্দ হয় এবং ঢালাইয়ের কাজ শুরু করা হয় বুধবার থেকেই।
এলাকাবাসী অভিযোগ করেছে, ঠিকাদার সঞ্জয় সরকারকে ভয় দেখিয়ে কিছুদিন আগেই এলাকার তৃণমূল নেতা মিজানুর রহমান ২ লক্ষ টাকা দাবি করেছেন। পাশাপাশি টাকা না দিলে, কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, রাস্তা থেকে নাকি বালি তুলে নেওয়ার জন্য বেশ কয়েকজন লোকও আসে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা।
সেই কারণেই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টো পর্যন্ত মিজানুর রহমানের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এমনকি মিজানুর রহমানের বাড়ির দরজায় জুতোর মালাও টানিয়ে দেয় উত্তেজিত জনতা। এবিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোন মন্তব্য না পাওয়া গেলেও, ভয়ে বাড়ি ছাড়া হয়েছেন মিজানুরের পরিবার।
তবে উত্তেজিত জনতার দাবি, বহুদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে ওই এলাকার রাস্তা। কিন্তু সেটি কিছুতেই ঠিক করতে দিচ্ছে না মিজানুর রহমান। নানা সময় নানা সমস্যা তৈরি করছেন।