৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত রাজ্যকে ‘এক দেশ এক রেশন কার্ড” চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই সমস্ত রাজ্য সরকারকে দ্রুত ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India )। ইতিমধ্যে সেই সূত্র ধরে কাজও এগোতে শুরু করেছে রাজ্যগুলি। এমনকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুয়ারে রেশন কার্ড করানোরও নির্দেশ দিয়েছে সরকার। খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, কাজ শুরু হবে ১ জুলাই থেকেই। কিন্তু তার আগেই ফের একবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ রাজ্যে এই মুহূর্তে যেমন চলছে আংশিক লকডাউন, তেমনই অনেক রাজ্যে রয়েছে পূর্ণ লকডাউনও। প্রথমবারের লকডাউনে রীতিমতো সমস্যায় পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। অনেকেরই খাবার জোটেনি ঠিকমত, এমনকি সরকারি সুবিধাও ঠিকঠাকভাবে পাননি তারা। বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু ঘটেছে অনেক শ্রমিকেরই। এবারও সেই একই অবস্থা যাতে না হয় তার কারণেই আদালতে মামলা দায়ের করেছিলেন তিন সমাজকর্মী হর্ষ মান্ডের, অঞ্জলি ভরদ্বাজ ও জগদীপ চোকার।

সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি অশোক ভূষণ(Ashok Bhushan) এবং এম আর শাহের(M R Shah) বেঞ্চ জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যেই গোটা দেশজুড়ে ‘এক দেশ রেশন কার্ড’ চালু করতে হবে রাজ্যগুলিকে। শুধু রাজ্য সরকারই নয় বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের উদ্দেশ্যেও। জানানো হয়েছে, কোন পরিযায়ী শ্রমিক যাতে সমস্যায় না পড়ে তার জন্য বিনামূল্যে রেশন দিতে হবে অতিমারী শেষ না হওয়া পর্যন্ত। ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে যুক্ত প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ডেটাবেস সংগ্রহ করে তা পোর্টালে আপলোড করতে হবে।

এছাড়াও আদালতের নির্দেশনামায় জানানো হয়েছে, প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করতে হবে পরিযায়ী শ্রমিকদের জন্য। রাজ্য এবং কেন্দ্রকে সম্মিলিত ভাবে পরিযায়ী শ্রমিকদের জন্য নানা উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দিয়েছে আদালত।

Abhirup Das

সম্পর্কিত খবর