হাফিজ সইদের বাড়ির সামনে বিস্ফোরণে ভারতের হাত! গুরুতর অভিযোগ তুলে সাহায্যের আবেদন পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্কঃ ভারত-পাকিস্তানের (India Pakistan) সম্পর্ক মধুর হওয়ার কোনও আশাই দেখা যাচ্ছে না। পাকিস্তান সরকার নিজেদের ঘরোয়া রাজনীতিকে বাঁচাতে লাগাতার ভারতের বিরুদ্ধে বয়ানবাজি করে চলেছে। এবার পাকিস্তানের লাহোরে জঙ্গি প্রধান হাফিজ সইদের বাড়ির বাইরে হয়ে বিস্ফোরণে ভারতের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে।

পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ রবিবার অভিযোগ করে বলেছেন যে, মুম্বাই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তথা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদের বাড়ির বাইরে বিস্ফোরণে ভারতীয় নাগরিকদের হাত রয়েছে। তিনি জানান, এই বিস্ফোরণ ভারতের গোয়েন্দা সংস্থা R&AW করিয়েছে।

পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর সঙ্গে প্রেস কনফারেন্সে করার সময় ইউসুফ দাবি করেন যে, হাফিজ সইদের বাড়ির বাইরে হওয়া বিস্ফোরণের মাস্টারমাইন্ড একজন ভারতীয়। সে ভারতের গোয়েন্দা সংস্থা R&AW-এর সঙ্গে যুক্ত। ইউসুফ বলেন, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রনিক উপকরণ, ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে আমরা মাস্টারমাইন্ড আর এই জঙ্গি হামলার সঞ্চালককে চিহ্নিত করেছি।

সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য কুখ্যাত পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আইজি জানিয়েছেন আমাদের কাছে বিদেশী গোয়েন্দা সংস্থার গোপন তথ্য রয়েছে। এরজন্য আজ আমি বিনা কোনও সন্দেহে এটা বলতে চাই যে, এই পরস্থিতি ভারত সমর্থিত সন্ত্রাসবাদের জন্ম দেয়।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন যে, লাহোরের জোহর তাউনে জঙ্গি প্রধান হাফিজ সইদের বাড়ির বাইরে বিস্ফোরণের পিছনে একজন ভারতীয় হাত রয়েছে। ইমরান খান টুইট করে লেখেন, ‘আমি আমার টিমকে নির্দেশ দিয়েছিল যে, দেশকে জোহর টাউনের সঙ্গে জড়িত তথ্য গোটা দেশকে জানানো হোক।” ইমরান ভারতের বিরুদ্ধে পদক্ষেও নেওয়ার জন্য আন্তর্জাতিক মঞ্চের কাছে আবেদনও করেছেন। যদিও, ইমরান খানের এই অভিযোগে ভারত এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

উল্লেখ্য, সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে খ্যাত পাকিস্তান নিজেদের ব্যর্থতা আর জঙ্গি সমস্যা ঢাকতে এখন ভারতের দিকে আঙুল তুলছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ পাকিস্তান যখন FATF-র ধূসর তালিকা থেকে বেরোতে পারছে না, তখন তাঁরা পাল্টা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ করছে। যা শুধু ভারতের কাছেই না, গোটা বিশ্বের কাছে হাস্যকর। এছাড়াও জম্মু কাশ্মীরে ড্রোন হামলা থেকে নিজেদের দায় ঝাড়তেও পাকিস্তান এই পন্থা অবলম্বন করছে বলে মত বিশেষজ্ঞদের।

Koushik Dutta

সম্পর্কিত খবর