বাংলাহান্ট ডেস্ক: সলমন খান (salman khan) ও তাঁর বিইং হিউম্যান (being human) ব্র্যান্ডের কথা কে না জানে। বলিউডের ভাইজানের এই নিজস্ব ক্লোদিং ব্র্যান্ডটি যথেষ্ট জনপ্রিয়। বলিউডের বহু অভিনেতা অভিনেত্রীই নিজস্ব জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চ করেছেন। তার মধ্যে সলমন ছাড়াও হৃতিক রোশনের এইচআরএক্স, অনুষ্কা শর্মার নুস বেশ জনপ্রিয়। তবে এর কোনোটাই সলমনের ব্র্যান্ডের থেকে বেশি পুরনো নয়।
কিন্তু সম্প্রতি এই ব্র্যান্ডের জন্যই সমস্যায় পড়েছেন সলমন। প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেতার উপর। শুধু সলমন নয়, তাঁর বোন আলভিরা সহ আরো ছয় জনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগ করেছেন এদের বিরুদ্ধে। আগামী ১৩ জুলাই চণ্ডীগড় থানায় হাজিরা দিতে বলা হয়েছে সলমনদের। তবে তাঁরা সশরীরে থানায় হাজিরা দেবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।
বিষয়টা খোলসা করেই বলা যাক। অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগ এনেছেন সলমনদের উপর। তিনি জানিয়েছে, তিন বছর আগে বিইং হিউম্যানের একটি স্টোর খুলেছিলেন তিনি। এসক্লুসিভ ওই স্টোরটি খুলতে তাঁর প্রায় ২-৩ কোটি টাকা খরচ হয়েছিল। ব্যবসায়ী জানান, ব্র্যান্ডের তরফ থেকে তাঁকে বলা হয়েছিল শোরুমের প্রোমোশন করতে কর্মী পাঠানো হবে সংস্থার তরফে। কর্মীরা জিনিসপত্র সম্পর্কে ক্রেতাদের ধারনাও দেবে। এমনকি এও বলা হয়েছিল সলমন নিজে উপস্থিত থাকবেন শোরুমের প্রোমোশনের জন্য।
কিন্তু কার্যক্ষেত্রে তার কিছুই হয়নি। সলমন তো দূর, কোনো কর্মীই আসেনি সংস্থার তরফে। কোনো জিনিসপত্র পর্রন্ত পাঠানো হয়নি। দু বছর পর বাধ্য হয়ে শোরুমটি বন্ধ করে দিতে হয় ব্যবসায়ীকে। বহুবার যোগাযোগের চেষ্টা করেছেন তিনি সংস্থার সঙ্গে কিন্তু লাভের লাভ কিছু হয়নি। কোটি কোটি টাকা বিনিয়োগ করে কোনো লাভের মুখই দেখতে পাননি তিনি। পুরো ঠকে গিয়েছেন বলে দাবি করেন ওই ব্যবসায়ী। এরপরেই সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
চণ্ডীগড় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সলমন, তাঁর বোন আলভিরা সহ আরো ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। অভিযোগ পেয়েই তৎপর হয়েছে পুলিস। আগামী ১৩ জুলাই অভিযুক্তদের তলব করা হয়েছে থানায়। তবে তাঁরা যদি হাজিরা না দেন তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।