বাংলাহান্ট ডেস্কঃ সরকারী জমি দখলের অভিযোগ উঠল এক তৃণমূল (tmc) নেতার বিরুদ্ধে। মালদার (malda) হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রামপঞ্চায়েত এলাকার স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ রায়ের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসক দল। তবে কোন বিরোধী পক্ষ নয়, দলের একাংশই এই অভিযোগ তুলল দলীয় নেতার বিরুদ্ধে।
এই অভিযোগ কোন বিরোধী পক্ষের নেতৃত্ব না করলেও, দলীয় নেতৃত্বরাই এই অভিযোগ এনেছে স্থানীয় তৃণমূল নেতার নামে। আবার অভিযোগ উঠেছে, সন্তোষ রায়ের বেআইনি নির্মাণ কার্জে বাঁধা দিতে গেলে, উল্টে তাঁদের হুমকি দিচ্ছেন এই তৃণমূল নেতা।
সূত্রের খবর, মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রামপঞ্চায়েতের গ্রন্থাগারের উলটো দিকের একটি সরকারি কোয়ার্টারে বহুদিন ধরে রয়েছেন সন্তোষ রায়। এমনকি গোটা জায়গাটায় পাঁচিল দিয়ে, কোয়ার্টারের সামনে একটি চায়ের দোকানও করেছেন তিনি। তবে অভিযোগ উঠেছে, তাঁর এই সমস্ত জায়গাটাই সেচ দফতরের। যে কারণেই তাঁর বিরুদ্ধে সরকারী জমি দখলের অভিযোগ তুলেছে শাসক দলের একাংশ।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই এলাকায় এমনিতেই অনেক কম পরিমাণে সরকারী জমি রয়েছে। বারণ করা সত্ত্বেও, সেই জমি দখল করে ঘিরে রয়েছেন তিনি। থাকার জায়গা এবং দোকানের জমি ছেড়ে দিলেও, তাঁকে জমিতে পাঁচিল দিতে দেওয়া যাবে না। এই ঘটনায় সম্প্রতি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশি হস্তক্ষেপের প্রয়োজনও হয়ে পড়ে।
আবার অভিযোগ উঠেছে, সন্তোষ রায়কে এই নির্মাণ কার্যে বাঁধা দিতে গেলে, উল্টে তৃণমূল নেতৃত্বদের নাম করে উল্টো হুমকি দিচ্ছেন তিনি।