বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক পিছু ছাড়ছে না করিনা কাপুর খানের (kareena kapoor khan)। ছোট ছেলের নাম নিয়ে নেটিজেনদের একাংশের সমালোচনা থামার আগেই আবার এক বিপদে পড়লেন অভিনেত্রী। তাঁর লেখা বইয়ের নামের জন্য আইনি জটিলতায় ফাঁসলেন করিনা। এক খ্রিস্টান সংগঠন পুলিসে অভিযোগ দায়ের করেছে করিনার বিরুদ্ধে।
গত ৯ জুলাই করিনার বই ‘প্রেগনেন্সি বাইবেল’ (pregnancy bible) প্রকাশিত হয়। নিজের দুবারের অন্তঃসত্ত্বাকালীন সফরের কাহিনি এই বইতে তুলে ধরেছেন বেবো। নতুন মায়েদের জন্য বইটি বেশ কাজে লাগবে বলেই আশাবাদী ছিলেন অভিনেত্রী। কিন্তু বই প্রকাশের কিছুদিনের মধ্যেই বিতর্কে জড়ালেন বেবো।
বইটির নাম নিয়ে আপত্তি প্রকাশ করে পুলিসে অভিযোগ দায়ের করেছে আলফা ওমেগা ক্রিশ্চিয়ান মহাসংঘ। মহারাষ্ট্রের বিডের শিবাজি নগর পুলিস স্টেশনে করিনা সহ আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সংগঠনের প্রেসিডেন্ট আশিস শিন্ডে। তাঁর অভিযোগ, করিনা ও অদিতি শাহ ভিমজানির (বইটির সহ লেখিকা) লেখা এই বইয়ের নামে পবিত্র ‘বাইবেল’ শব্দটি ব্যবহার করা হয়েছে যা খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মাবেগে আঘাত হানে।
করিনা ও আরো দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় মামলা দায়েরের আবেদন জানিয়েছেন শিন্ডে। তবে পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ দায়ের হলেও কোনো এফআইআর দায়ের হয়নি। কারণ ঘটনাটি বিড অঞ্চলে ঘটেনি। তাই পুলিসের তরফে থেকে অভিযোগকারীদের বলা হয়েছে মুম্বইতে অভিযোগ দায়ের করতে।
https://www.instagram.com/p/CRGVdbUpfPC/?utm_medium=copy_link
অতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে করিনার ছোট ছেলের নাম। ছোটে নবাবের নাম রাখা হয়েছে জেহ (jeh)। এই ল্যাটিন শব্দের অর্থ হল নীল পাখির পালক। বড় ছেলের মতো কোনো রাজা বা বাদশার নামের অনুকরণে ছোট ছেলের ধাম রাখার মতো ভুল আর করেননি তারকা দম্পতি। তবে নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করেছে মুঘল সম্রাট জাহাঙ্গিরের নাম থেকেই দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন করিনা ও সইফ।