বাংলাহান্ট ডেস্কঃ শারীরিক অবস্থার অবন্নতি হওয়ার কারণে, শুক্রবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সাধন পাণ্ডে (sadhan pandey)। জানা গিয়েছে, অস্কিজেনের মাত্রা কমে গিয়েছিল মানিকতলার তৃণমূল বিধায়কের। যার কারণে শুক্রবার সন্ধ্যায় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রয়েছেন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। শেষ কয়েক ঘণ্টায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তৃণমূল বিধায়কের।
বিধায়কের পরিবার সূত্রে খবর, কিছুদিন ধরেই কাশি ও ফুসফুসের গুরুতর সংক্রমণের জেরে অসুস্থ ছিলেন সাধন পাণ্ডে। এরপর আচমকাই শুক্রবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবন্নতি হওয়ার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, প্রায় ২ মাস আগেই একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যা এবং গা হাত পা ব্যাথা থাকায়, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে তাঁর করোনা পরীক্ষা করা হলেও, রিপোর্ট নেগেটিভ এসেছিল।