বাংলাহান্ট ডেস্কঃ ছোট্ট সংসারে জন্ম নিল আরও এক সন্তান। ধীরে ধীরে সংসার বাড়ছে রেড পান্ডাদের (Red Panda)। দার্জিলিং (Darjeeling) চিড়িয়াখানায় ইয়েশি-পাবু জুটি এই নিয়ে এই মরশুমে মোট ৫ টি সন্তানের জন্ম দিল। খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে যেন গোটা বাংলা জুড়েই।
রেড পান্ডাদের অন্যতম প্রজনন ক্ষেত্র হিসেবে দার্জিলিং চিড়িয়াখানা বেশ পরিচিত। এই চিড়িয়াখানা থেকে রেড পান্ডা নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অন্যান্য চিড়িয়াখানাগুলোও। পরিবারে একটি ছোট্ট নতুন সদস্য আসায় দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও জানিয়েছেন, ‘ইয়েশি এবং তাঁর সদ্যজাত সন্তান দুজনেই সুস্থ আছে। এই বছরেই ৫ টি রেড পান্ডার জন্ম দিয়েছে ইয়েশি। দেশের অন্যান্য চিড়িয়াখানার কো-অর্ডিনেটর আমরাই। কাজেই এই রেড পান্ডার জন্ম নেওয়ার বিষয়টা আমাদের কাছে বড় সাফল্য স্বরূপ এবং গর্বের বিষয়ও’।
এই রেড পান্ডা শাবক গুলো একটু বড় হলে দেশের অন্য চিড়িয়াখানায় তাঁদের নিয়ে যাওয়া হয়। তবে ছোট থেকে এই বাচ্চাগুলকে লালন পালন করার পর অন্যত্র নিয়ে যাওয়ায়, চিড়িয়াখানার কর্মীদের কিছুটা খারাপ লাগলেও, অন্য জায়গায় গিয়ে এরা সকলের মন জয় করে নিলে আবার তাঁরা খুশিও হয়ে ওঠেন।
শুধু এই রাজ্য বা উত্তরপূর্ব ভারতে নয়, গোটা ভারতেই রেড পান্ডার প্রজননের জন্য দার্জিলিং চিড়িয়াখানা বিখ্যাত। এখানে রেড পান্ডার প্রজননের হার ভালো এবং ভালোভাবে সংরক্ষণও করা হয়। আবার এখান থেকে এই শাবকগুলোকে সযত্নে লালন পালন করে দেশের অন্য চিড়িয়াখানায় পাঠিয়েও দেওয়া হয়।