মুশকিল আসান করে ‘দিদিকে বলো” আর ‘দুয়ারে সরকার”, মুখ্যমন্ত্রীর প্রকল্পের ভূয়সী প্রশংসা অমর্ত্যর ‘প্রতীচীর”

বাংলা হান্ট ডেস্কঃ এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু-দু’টি জনসেবামূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করল নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট। মুখ্যমন্ত্রীর চালু করা অন্যতম দুটি জনপ্রিয় কর্মসূচি হল ‘দিদিকে বলো’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্প। উল্লেখ্য অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট এমন একটা সংগঠন, যারা শিক্ষার প্রসার এবং দারিদ্র্য দূরীকরণের কাজ করে।

সম্প্রতি এই ট্রাস্টের সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে রাজ্যের মানুষের অসন্তোষ, অভিযোগ, ক্ষোভের ৯৫ শতাংশই নিরসন করতে পেরেছে রাজ্য সরকারের এই দুটি প্রকল্প। প্রতীচী ট্রাস্টের ওই রিপোর্টে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ তাঁদের অভাব অভিযোগ জানিয়েছেন। সেই সমস্ত অভিযোগের মধ্যে ইতিমধ্যেই অনলাইনে ১০ লক্ষেরও বেশি অভিযোগ নিয়ে কাজ করা হয়েছে। অন্যদিকে ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে প্রায় পৌনে তিন কোটি মানুষ উপকৃত হয়েছেন বলে জানানো হয়েছে এই রিপোর্টে।

উল্লেখ্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরেই ভোট কূশলী প্রশান্ত কিশোরের সাথে দফায় দফায় বৈঠক শেষে এই ‘দিদিকে বলো’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ফোনে বা ওয়েব পোর্টালের মাধ্যমে নিজেদের অভাব অভিযোগের কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান রাজ্যের মানুষ। তা শুনে সেই সমস্যার সমাধান করে রাজ্য সরকার। এরপর একুশের বিধানসভা নির্বাচনের মুখে ২০২০ সালে চালু হয় ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এবারেও সেই প্রকল্পের পিছনে ছিলেন সেই ভোট কূশলী প্রশান্ত কিশোর। এবার আর ভার্চুয়ালি বা ফোন মারফত নয় একেবারে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতে ক্যাম্প বসানো হয়। দেওয়া হয় বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা।

উল্লেখ্য একুশের নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার রাজ্যের মা, বোনেদের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি নিজের বিপুল জনপ্রিয়তার ফুল ক্রেডিট দিয়েছিলেন রাজ্যের মহিলাদের। প্রতীচীর রিপোর্টেও বলা হয়েছে পুরুষদের তুলনায় এগিয়ে মহিলারাই। এমনকি সরকারের কাছে জমা পড়া অভাব অভিযোগ বিশ্লেষণ করে দেখা গেছে, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতার মতো মহিলাদের মাথায় রেখে যে স্কিমগুলি করা হয়েছে সেগুলিতে ভালো সাড়া মিলেছে।

রাজ্য সরকারের এই দুই প্রকল্পের উপর সমীক্ষা চালিয়ে প্রতীচী ট্রাস্ট যে রিপোর্ট পেশ করেছেন তার শিরোনাম দেওয়া হয়েছে ‘অ্যাকশন ওরিয়েন্টেড গর্ভন্যান্স’। এই রিপোর্টে দাবি করা হয়েছে যারা সরকারি প্রকল্পের সুযোগ পেতে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আসতে পারেন না তাঁরা ব্যাপক উপকৃত হয়েছেন এই দুই প্রকল্পের মাধ্যমে।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর