তিন বছরে সড়ক নির্মাণে আমেরিকার সমতুল্য হবে ভারত, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হাইওয়ে (highway) নির্মানে আগামী ৩ বছরের মধ্যে আমেরিকার (america) সমকক্ষ হয়ে যাবে ভারত (india)- এমনই দাবী করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি (nitin gadkari)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হাইওয়ে নির্মাণের কাজে দ্রুত অগ্রগতি এসেছে বলেও জানালেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী।

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে হাইওয়ে তৈরির কাজে দ্রুত অগ্রগতি এসেছে। একটা সময় ছিল, যখন প্রতিদিন প্রায় ২ কিমি রাস্তা তৈরি করা হত। আর এখন, আমরা প্রতিদিন প্রায় ৩৮ কিমি করে রাস্তা তৈরি করছি। আগামী ৩ বছরের মধ্যে রাস্তা নির্মানে আমেরিকার সমকক্ষ হয়ে যাবে ভারত’।

ভারতমালা প্রকল্পের আওতায় গুজরাতে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের বিপুল সংখ্যক প্রকল্প চলছে বলে জানান নীতিন গড়করি। সেই কারণে উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য, রুপানিকে দ্রুত জমি অধিগ্রহণের সমস্যা সমাধান করার পরামর্শও দেন তিনি। পাশাপাশি জাতীর উদ্দেশ্য উৎসর্গ করেন গুজরাতের বনাসকাঁঠার ডিসা টাউনে ৩.৭৫ কিমি দীর্ঘ চার লেনের এলিভেটেড করিডর। এদিন এই কাজে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও।

গুজরাত, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে হাইওয়ে তৈরির প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অংশে এক্সপ্রেস হাইওয়ে তৈরির ফলে আদিবাসী এবং পিছিয়ে পড়া এলাকার বাসিন্দাদের অনেক উপকার হবে। এই রাস্তার হাত ধরেই দেশে শিল্প এবং বাণিজ্য আসবে। উন্নয়ন ও বৃদ্ধির ইঞ্জিন হিসেবে কাজ করবে এই এক্সপ্রেস হাইওয়ে। এলাকাবাসীর কাছে আশীর্বাদ স্বরূপ হবে এই রাস্তা’।

X