বাংলাহান্ট ডেস্কঃ আকাশ ছোঁয়া দাম বাড়ছে রান্নার গ্যাসের। মধ্যবিত্তের হেঁসেলে আগুন জ্বলার বদলে, চিন্তার কালো মেঘ ঘিরে রয়েছে। এই পরিস্থিতিতে এক অভিনব প্রতিবাদে সামিল হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন তৃণমূলের অঙ্গনওয়াড়ি শাখার সদস্যরা। সেখানে তেলের বদলে, জল দিয়ে রান্না করে প্রতিবাদ প্রদর্শন করলেন তাঁরা।
কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের বর্তমান দাম ৮৬১ টাকা। এই সিলিন্ডারের দাম গত ৬ মাসেই বেড়েছে ১৪১ টাকা এবং এক বছরে বেড়েছে প্রায় ২৪১ টাকা। লাগাতার এভাবে দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে কিভাবে রান্না করবে, তাই ভেবে পাচ্ছে না।
তবে এরই মধ্যে মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর যোগীর রাজ্যে নির্বাচন রয়েছে। সেই কারণেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশ থেকেই এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এবার থেকে এলপিজি স্টোভ থাকবে সকলের বাড়ি বাড়ি। রেশন কার্ডের প্রয়োজন নেই পরিযায়ী শ্রমিকদের, শুধুমাত্র সেল্ফ ডিক্লারেশন দিলেই কাজ হয়ে যাবে। দেশবাসীর উন্নত জীবনের স্বপ্নপূরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই দেশ’।
কিন্তু একদিকে যখন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, তখন অন্যদিকে কিন্তু বাংলায় গ্যামের দামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাঠে নামল তৃণমূল। প্রতিবাদে অংশ নিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিবাদের সভায় তেলের বদলে, জল দিয়েই রান্নার ব্যবস্থা করা হয়েছিল।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু ঊজ্জ্বলা ঊজ্জ্বলা করে লাফান। প্রথমে বলেছিলেন গ্রাসের লাইন ফ্রি, আর এখন কি ফ্রি দেবেন বলছেন? কিন্তু মানুষ গ্যাস কিনবে কি করে? সেই পাইপলাইনে তো এখন ন্যাতা, কাঁথা মেলা থাকে। এখানে তৃণমূলের অঙ্গনওয়াড়ি শাখার সদস্যরা রয়েছেন। বাচ্চাদের খাবার তৈরি হচ্ছে। কিন্তু গ্যাসের এতো দাম, রান্না হবে কি ভাবে?’