কংগ্রেসে দ্বন্দ্বের মাঝেই মোদী-শাহের সঙ্গে সাক্ষাৎ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর, বাড়ছে জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ পাঞ্জাবে বর্তমান সময়ে চলতে থাকা রাজনৈতিক টানা পোড়েনের মধ্যে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ (amarinder singh)। এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। চলতে থাকা কৃষক আন্দোলনের বিষয়ে হস্তক্ষেপ করে, সমাধানের জন্য অনুরোধ করেন। পাশাপাশি এই কৃষক আন্দোলন থেকে বিরোধীদের স্বার্থ পৃথক করার জন্যও অনুরোধ করেন।

Amarinder Modi

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অমরেন্দ্র সিংহের বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক দিক থেকে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। আবার ধারণা করা হচ্ছে, সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তার প্রভাব উল্লেখ করে, প্রধানমন্ত্রীর কাছে নতুন কৃষি আইন বাতিলের অনুরোধও করতে পারেন অমরেন্দ্র সিংহ। তবে এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, নির্বাচন এগিয়ে এলেও, কিছুদিন আগেই সোনিয়া গান্ধীর কাছে কংগ্রেস সভাপতি নভজ্যোত সিংহের বিরুদ্ধে নাশিল করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘তাঁর পক্ষে সরকার চালানো অসম্ভব হয়ে পড়ছে। ক্রমাগত তাঁকে কথার হুলে বিদ্ধ করে চলেছেন সিধু। সিধুকে নিয়ে শীঘ্রই একটা সিদ্ধান্ত নিতে হবে’। সূত্রের খবর, উত্তরে সিধুকে নিয়ে একসঙ্গে চলার বার্তাই দিয়েছেন সোনিয়া গান্ধী।


Smita Hari

সম্পর্কিত খবর