বাংলাহান্ট ডেস্কঃ গতবছরের মত এবারেও গোটা বাংলা (west bengal) জুড়ে চালু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ (duare sarkar)। আগামী ১৬ ই অগাস্ট থেকে চলবে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচী। বিভিন্ন প্রকল্পের মধ্যে এবারে যুক্ত হচ্ছে ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প’। এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচীর মাধ্যমেই। তবে এই কর্মসূচী শুরু হওয়ার আগেই সতর্ক করল নবান্ন (nabanna)।
‘দুয়ারে সরকার’ চালু হলেই, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে সরকারের নাম বদনাম করতে পারে বলে ধারণা করছে নবান্ন। তবে কোনরকম অসাধু কাজকর্মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে, সাফ জানিয়ে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই মর্মে সতর্ক করে দিলেন প্রতিটি জেলার জেলাশাসককে।
মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী চিঠিতে লিখলেন, এই ‘দুয়ারে সরকার’র সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে যেন কেউ কোন টাকা না তোলেন। কারণ এই সময় কিছু অসাধু ব্যক্তি আসরে নামতে পারেন। সেইদিকটায় খেয়াল দিতে হবে। সঠিক ভাবে এর প্রচার করতে হবে এবং দুর্নীতি যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি চিঠিতে আরও লেখেন, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। সেই কারণে গ্রাম পঞ্চায়েত অফিস নয়, সরকারি অফিসেই এই কর্মসূচীর আয়োজন করতে হবে। এই কাজ করবে সরকারি আধিকারিকরা, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন না।
বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি বলেন, এই কর্মসূচীতে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে জেলায় জেলায় প্রচুর মানুষের লাইন পড়তে পারে। তবে বর্তমানে করোনা পরিস্থিতি হওয়ার দরুণ, যাতে বেশি ভিড়, জমায়েত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।