গজনি শহরে কবজা করল তালিবানরা, জঙ্গিদের ক্ষমতা ভাগ করার প্রস্তাব দিল আফগান সরকার

বাংলা হান্ট ডেস্কঃ কাবুলিওয়ালার দেশে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। মার্কিন সৈন্য বল সরে যেতেই দেশে রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে তালিবানরা। ইতিমধ্যেই তাদের সামনে যথেষ্ট লাচার পরিস্থিতিতে আফগান সেনা। এরই মাঝে একটি মার্কিন ইন্টেলিজেন্স রিপোর্ট প্রকাশ্যে এসেছিল, যাতে জানা গিয়েছিল আগামী ৯০ দিনের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেবে তালিবানিরা। একবার কাবুল দখল করলে সরকার পতন অবশ্যম্ভাবী।

এবার জানা গিয়েছে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর গজনীও দখল করে নিয়েছে তালিবানরা। প্রথম এএফপি সংবাদমাধ্যমের সূত্র ধরেই এই খবর সামনে এসেছিল। কিন্তু এখন তালিবান প্রবক্তাও স্পষ্টতই জানিয়েছেন, গজনী এখন তাদের দখলে। গজনী কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূর। শুধু তাই নয় এই শহরটি কাবুল কান্দাহার হাইওয়েকেও সংযুক্ত করে। তাই এর ভৌগলিক গুরুত্ব অপরিসীম। গজনী মিলিয়ে এ পর্যন্ত মোট দশটি রাজধানী দখল করল তালিবান গোষ্ঠী।

এই শহর দখল করার ফলে বায়ুসেনার লড়াইতেও এর প্রভাব পড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এর আগে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তালিবানদের অত্যাচারের কথা তুলে ধরেছে আফগানিস্তান।সারা বিশ্বের কাছে সাহায্যের জন্য আবেদনও জানিয়েছে তারা। অন্যদিকে আফগানিস্তানের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন আমেরিকাও। তবে তাদের দাবি, আফগানিস্তানের জন্য লড়াই করতে হবে আফগান নেতৃত্বকেই।

taliban web

 

অন্যদিকে ক্রমশ জেরবার হতে হতে অবশেষে এবার তালিবানদের সাথে শান্তিচুক্তির পথে হাঁটতে চাইছে আফগান সরকার। সরকারি তাদের অংশীদারিত্ব কার্যত মেনে নিতে চাইছে তারা। পরিস্থিতি যে ক্রমশ আরও উদ্বেগজনক হয়ে উঠছে তা বলাই বাহুল্য। কারণ শুধু গুরুত্বপূর্ণ এলাকা নয় বেশ কিছু প্রশাসনিক কেন্দ্রও দখল করে নিয়েছে তালিবানরা। যার মধ্যে রয়েছে গভর্নর অফিস, থানা এবং কারাগারও। সব মিলিয়ে পরিস্থিতি যে ভীষণ জটিল তা বলাই বাহুল্য।

 

Abhirup Das

সম্পর্কিত খবর