বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul) গত সপ্তাহেই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু তালিবান অধিগ্রহণের পর, সেই অনুষ্ঠান থেকে প্রাণ হাতে করে নিয়ে পালিয়ে বাঁচলেন চিত্র পরিচালক সাহারা করিমি (Sahraa Karimi)। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ভাইরাল ভিডিও (viral video)।
দেশটা তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছে আফগানবাসী। প্রতিটা মুহূর্ত তাঁরা যেন মৃত্যু ভয়ের সঙ্গে লড়ছে। এই পরিস্থিতিতে দেখা গিয়েছিল বিমান বন্দরে কাতারে কাতারে মানুষের ভিড়। প্রাণ ভয়ে একসঙ্গে সকলেই উঠতে চাইছেন বিমানে। এমনকি আকাশপথে চলতি বিমান থেকে মানুষও পড়তে দেখা গিয়েছিল।
সাজানো কোন রিল লাইফের ঘটনা নয়, আফগানিস্তানে এখন যাই হচ্ছে, তাই রিয়েল ঘটনা অর্থাৎ বাস্তব দৃশ্য। রাজধানী কাবুল সহ গোটা দেশ চলে গিয়েছে তালিবানদের কবজায়। আর সেই কাবুলের চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে, সেখান থেকে প্রাণ হাতে করে নিয়ে পালিয়ে বাঁচলেন প্রথম মহিলা আফগান চলচ্চিত্রের ডিরেক্টর জেনারেল সাহারা করিমি।
https://twitter.com/AlinejadMasih/status/1426865944891101184
সেই ভয়ঙ্কর দৃশ্যের লাইভ ভিডিও তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করতেই, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে সুস্থ পরিবেশে ফিরে গিয়ে তিনি, আরও একটি ভিডিও শেয়ার করেন। সেইসঙ্গে কিছু আবেদনও করেন সাহারা করিমি।
Taliban surrounded Kabul, I were to bank to get some money, they closed and evacuated;
I still cannot believe this happened, who did happen.
Please pray for us, I am calling again:
Hey ppl of the this big world, please do not be silent , they are coming to kill us. pic.twitter.com/wIytLL3ZNu
— Sahraa Karimi / صحرا کریمی (@sahraakarimi) August 15, 2021
সাহারা করিমি বলেন, ‘আমি সেই সময় ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলাম। গিয়ে দেখি সেই ব্যাঙ্ক উচ্ছেদ করা হয়েছে। আমার এখনও এই ঘটনা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কারা এগুলো করছে, কেন করছে। এই বিশাল বিশ্বের মানুষ দয়া করে চুপ করে না থেকে, আমাদের জন্য প্রার্থনা করুন। ওঁরা আমাদের যে কোন সময়ে হত্যা করে ফেলবে’।