বাংলাহান্ট ডেস্ক: মুঘল সম্রাটরাই দেশের আসল নির্মাতা, এমনটাই মনে করেন বলিউড পরিচালক কবীর খান (kabir khan)। আফগানিস্তানে তালিবানি নৈরাজ্য ফের শুরু হতেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রথম ছবির পরিচালনা কাবুলিওয়ালাদের দেশেই। এ বিষয়ে ইতিমধ্যেই মন্তব্য করতে শোনা গিয়েছে কবীর খানকে। এবার ফের এক বিতর্কিত মন্তব্য করে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন তিনি।
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক কবীর খান। ২০০৬ সালে ‘কাবুল এক্সপ্রেস’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। এরপর থেকে বজরঙ্গি ভাইজান, এক থা টাইগারের মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগেই আফগানিস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন কবীর খান। এবার হিন্দি ছবিতে মুঘলদের দৃশ্যায়ন নিয়ে ক্ষোভ উগরে দিলেন পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কবীরকে প্রশ্ন করা হয়, আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে কাবুল এক্সপ্রেসের মতো একটি ছবি দিয়ে কি তিনি নিজের পরিচালনার সফর শুরু করতে চাইবেন? উত্তরে পরিচালক বলেন, “আমার মতে, কোনো ছবির মূল বিষয়বস্তু হল ছবিটির পলিটিক্স। এই বিষয়ে অনেকেই আমাকে ভুল বোঝে। ছবির পলিটিক্স মানে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, বরং যেভাবে আমরা জগতের বিষয়বস্তুকে দেখি সেটাই পলিটিক্স।”
এরপরেই হিন্দি ছবিতে মুঘলদের দৃশ্যায়নের ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করেন কবীর খান। তাঁর কথায়, “আমার সবথেকে বেশি রাগ হয় যখন প্রচলিত দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলানোর জন্য ছবিতে কিছু করা হয়। কোনো পরিচালক যখন কিছু গবেষণা করে কোনো দৃষ্টিভঙ্গি দেখাতে চায় তখন সেটা গ্রহণযোগ্য। অবশ্যই ভিন্ন মতামত রয়েছে। কিন্তু যখনি মুঘলদের দানবীয় রূপ দেখাতে হবে তখন দয়া করে গবেষণা করে আমাদের বোঝান এমনটা কেন হবে।”
পরিচালক বলেন তিনি বুঝে উঠতে পারেন না ছবিতে মুঘলদের কেন খলনায়ক হিসেবে দেখানো হয়। তাঁর মতে, মুঘলরাই দেশের প্রকৃত নির্মাতা ছিলেন। তাই তাদের সম্পর্কে খারাপ জিনিস দেখালে স্বাভাবিক ভাবেই বিরক্তি আসে কবীর খানের। তিনি আরো বলেন, ছবির খারাপ চিত্রনাট্য বা ক্যামেরার খারাপ কাজ তিনি সহ্য করে নেবেন। কিন্তু ছবির খারাপ পলিটিক্স তাঁর পছন্দ নয়।