আজই ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন নুসরত, থাকতে পারে যশও

বাংলাহান্ট ডেস্কঃ গত চার দিনে বদলে গিয়েছে জীবনের অনেকটাই। নতুন একটি প্রাণকে পৃথিবীর আলো দেখিয়ে, মা হয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সমালোচনা, কটূক্তি, নেটিজনদের নোংরা মন্তব্য- সবকিছুকে পাশে সরিয়ে নুসরতের কোল আলো করে জন্ম নিয়েছে তাঁর প্রথম সন্তান ঈশান।

341602 nusrat

বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে নুসরতের সন্তানের জন্মগ্রহণ, এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর বিশেষ বন্ধু অভিনেতা যশ। এক মুহূর্তের জন্যও নুসরতকে চোখের আড়াল করেননি অভিনেতা। ছিলেন তাঁর পাশে।

1622797958 uash nusrat

হাসপাতাল সূত্রে খবর, মা এবং সন্তান দুজনেই ভালো আছেন। তবে আজই হয়ত ছেড়ে দেওয়া যেতে পারে নুসরত এবং তাঁর সদ্যজাত সন্তানকে। ডাক্তার রাজীব আগরওয়াল জানিয়েছেন, ‘নুসরত ও তাঁর সন্তান আপাতত সুস্থই রয়েছেন। তবে রবিবার দুপুরে একবার নুসরত ও তাঁর সন্তানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিলিরুবিন, থাইরয়েড সহ বেশ কিছু শারীরিক পরীক্ষার রিপোর্ট ভালো থাকলেই, তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাড়ি ফিরতে পারেন অভিনেত্রী এবং সঙ্গে থাকতে পারেন বিশেষ বন্ধু যশও।

Nusrat Jahan 5

এই কদিনে আমূল বদলে গিয়েছে নুসরতের জীবন। একা অভিনেত্রী থেকে, এখন সে এক সন্তানের জননী। সৃষ্টি করেছে এক নতুন মানুষ। সূত্রের খবর, ঈশানকে নিজের কাছেই রাখছেন নুসরত। নিজের কাছ ছাড়া করতে চাইছেন না। এমনকি নার্সারিতে না রেখে, বেডে নিজের পাশেই শুইয়ে রেখেছেন নুসরত। এই নতুন জীবনের জার্নিটা বেশ ভালো ভাবেই উপভোগ করছেন অভিনেত্রী সাংসদ।

Smita Hari

সম্পর্কিত খবর