‘শ্রীময়ী’ হিন্দি সংষ্করণ ‘অনুপমা’য় বড় টুইস্ট, রোহিত সেনের হিন্দি অবতারের এনট্রি সিরিয়ালে

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের অনুকরণে হিন্দি সিরিয়াল বা হিন্দি সিরিয়ালের অনুকরণে বাংলা সিরিয়াল এমন উদাহরণ আকছার ঘটছে ডেইলি সোপ ইন্ডাস্ট্রিতে। তবে একই সময়ে একই গল্প নিয়ে চলছে দুটি ভিন্ন ভাষার সিরিয়াল, এমনটা খুব একটা দেখা যায় না বললেই চলে। শ্রীময়ী (sreemoyee) এবং অনুপমা (anupama) কিন্তু এমনি দুটি সিরিয়ালের উদাহরণ।

বাংলায় শ্রীময়ীর একেবারে কার্বন কপি হল হিন্দির অনুপমা। শ্রীময়ীর চরিত্রটি শুরুর দিকে ছিল এক সাধারণ গৃহবধূর, যে কিনা নিজের স্বামী সন্তানের যত্ন, ভালবাসা থেকেও বঞ্চিত। যতই সকলের মন যুগিয়ে চলার চেষ্টা করুক না কেন সে সকলেই দূরে সরে যেত তার থেকে। একসময় শ্রীময়ীর স্বামী অনিন্দ‍্যর জীবনে আসে জুন আন্টি। তার জন‍্য শেষমেষ অনিন্দ‍্যকে ডিভোর্স দিতেও বাধ‍্য হয় শ্রীময়ী।


অনুপমা সিরিয়ালও একই ধারায় এগোচ্ছে। সেখানেও মূল চরিত্র অনুপমা এমনি একজন গৃহবধূ। জুন আন্টির মতোই তার স্বামী বনরাজের জীবনে আপে লাস‍্যময়ী কাব‍্যা। অনুপমার থেকে দূরে সরে যেতে থাকেন বনরাজ। বাংলায় শ্রীময়ীতে ইতিমধ‍্যেই ছোটবেলার ক্রাশ রোহিত সেনের সঙ্গে দ্বিতীয় বার বিয়ে পিঁড়িতে বসেছে শ্রীময়ী। নিজের পায়ে দাঁড়াতে শিখছে সে।

অপরদিকে ঠিক এই সময়েই হিন্দি সিরিয়ালে এনট্রি নিলেন রোহিত সেনের হিন্দি সংষ্করণ অনুজ কাপাডিয়া। এখানে অনুজ অনুপমার স্কুল জীবনের ক্রাশ। সেই সময় থেকেই অনুপমাকে মন দিয়ে বসেছিলেন তিনি। হঠাৎ করেই স্কুলের এক রিইউনিয়নে গিয়ে দেখা দুই প্রাক্তনের। স্কুলে সব মেয়ের ক্রাশ ছিলেন অনুজ। কিন্তু তিনি প্রোপোজ করেন অনুপমাকে। ভয়ে সে প্রস্তাব তখন গ্রহণ করেনি অনুপমা।

সদ‍্য প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের প্রোমো। সেখানে অভিনেতা গৌরব খান্নাকে দেখা গিয়েছে অনুজ কাপাডিয়ার চরিত্রে। উল্লেখ‍্য, এর আগে শোনা গিয়েছিল সম্ভবত রণিত রায় বা রাম কাপুরকে দেখা যাবে এই চরিত্রে। কিন্তু পাশা পালটে হ‍্যান্ডসাম অনুজের বেশে হাজির হলেন গৌরব। সমস‍্যাটা শুধু এক জায়গায়। অনুপমা অনুজকে পাশাপাশি দেখলে বয়সের ফারাকটা খুব স্পষ্ট ভাবেই চোখে লাগে।


ইতিমধ‍্যেই নেটদুনিয়ায় এই নয়া জুটিকে নিয়ে ট্রোল শুরু হয়ে গিয়েছে। কিন্তু সফরের শুরুতেই হার মানার পাত্র নন গৌরব‌। নিজের থেকে বেশি বয়সের চরিত্র করার জন‍্য ওজন বাড়িয়েছেন তিনি। একদম তৈরি হয়েই মাঠে নামছেন। কোনো খামতি রাখতে চান না অভিনেতা। তাঁর দৃঢ় বিশ্বাস অনুপমা অনুজ জুটিকে ঠিক ভালবাসতে বাধ‍্য হবে দর্শক।

সম্পর্কিত খবর

X