বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (siddharth shukla) মৃত্যু অন্ধকার ডেকে এনেছে বলিউড ইন্ডাস্ট্রির জন্য। সুস্থ সবল মানুষটা এমন আচমকা চলে যাওয়া মানতে পারছে না কেউই। তাঁর সহকর্মী, বন্ধুবান্ধব থেকে লক্ষ লক্ষ অনুরাগীরা, সকলেরই মন ভারাক্রান্ত। বিগ বসের দৌলতে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেছিলেন সিদ্ধার্থ। বিগ বস তাঁকে নতুন পরিচয় দিয়েছিল।
অভিনেতার অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিগ বস সঞ্চালক সলমন খানও (salman khan)। তিনি লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে সিদ্ধার্থ। তোমাকে মিস করব। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।’ সলমনের এই টুইট ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তবে সেই সঙ্গে আরো একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে ফের সলমনের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।
এক সময় সিদ্ধার্থের মৃত্যু নিয়ে মজা করতে দেগা গিয়েছিল তাঁকে। সে সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আর এদিকে বিগ বসের সঞ্চালনা নিয়ে ব্যস্ত ছিলেন ভাইজান। সেখানেই হাসপাতাল থেকে সরাসরি সিদ্ধার্থের সঙ্গে কথা বলেছিলেন তিনি ভিডিও কলের মাধ্যমে।
সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলের সামনে সলমন তখন হাসতে হাসতে বলেছিলেন সিদ্ধার্থ যখন মারা যাবেন তখন সবাই বলবে, চিৎকার চেঁচামেচি করত কিন্তু মন থেকে ভাল ছিলেন সিদ্ধার্থ। সকলেই কাঁদবে তখন আর মনে পড়বে কত ভাল মানুষ ছিলেন তিনি। সলমনের কথা শুনে প্রয়াত অভিনেতাকেও হাসতে দেখা গিয়েছিল।
https://twitter.com/itsJiya10/status/1433402157399633928?s=19
সেই পুরনো ভিডিও নিয়ে সলমনের প্রতি এখন ক্ষোভ উগরে দিয়েছেন নেটজনতা। একজন লিখেছেন, কারোর ব্যাপারে কখনো খারাপ কিছু বলতে নেই। জিভের ওপরে মা সরস্বতী বাস করেন। সেই খারাপ কথাই ফলে যেতে পারে। আবার একজনের কটাক্ষ, অন্যদের কিছু খারাপ হলে আনন্দ হয় সলমনের। সিদ্ধার্থকে হাসপাতালে দেখে শয়তানের মতো হাসছিলেন তিনি।