চতুর্থ টেস্টে সহজেই জয়ী হতে পারে ভারত, শেষ দিনে এই খেলোয়াড়ের ভয়ে কাঁপছে ইংল্যান্ড

বাংলা হান্ট ডেস্কঃ  ওভাল টেস্টের পঞ্চম দিনে আপাতত হাড্ডাহাড্ডি হয়ে রয়েছে ম্যাচ। এই ম্যাচ যদি ভারত জিতে নিতে পারে তাহলে সিরিজ হারার আর কোন আশঙ্কা থাকবে না বিরাট বাহিনীর। শুধু তাই নয়, পরের টেস্টে ড্র করতে পারলেও সিরিজ জিতে নিতে পারবে ভারত। গতকাল পান্থ এবং শার্দুলের সৌজন্যে শেষ পর্যন্ত ৪৬৬ রানে ইনিংস শেষ করেছিল ভারতীয় দল। যদিও একথা ঠিক যে দিন শেষ হতে হতে ম্যাচে ভালোই কাম ব্যাক করে ইংল্যান্ড। বিনা উইকেটেই ৭৭ রান সংগ্রহ করে ফেলেছিল তারা।

তবে পঞ্চম দিনে ভারতের জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড’ হতে চলেছেন রবীন্দ্র জাদেজা। অন্ততপক্ষে বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য রীতিমতো মারাত্মক হয়ে উঠতে পারেন তিনি। ওভালে শেষ দিনে পিচ পাটা হলেও জাদেজার বল ঘুরবে। এছাড়া বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য রাফের সুবিধাও নিতে পারবেন তিনি। সেই কারণে অনেকেই মনে করছেন, ভারতকে যদি এই ম্যাচে জয় তুলে নিতে হয় তবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এই বোলারকে। ইংল্যান্ডের মধ্যেও জাদেজাকে নিয়ে যে আতঙ্ক রয়েছে স্কাই স্পোর্টসকে দেওয়া ইন্টারভিউতে তা স্পষ্ট জানিয়ে দেন মঈন আলি। তিনি বলেন, ‘পঞ্চম দিনে রবীন্দ্র জাদেজা বিপজ্জনক প্রমাণিত হবে। যদিও এটি ফ্ল্যাট উইকেট কিন্তু ভারত সবসময় কঠিন লড়াই করে এবং ইংল্যান্ডকে সতর্ক থাকতে হবে।’

জাদেজার ওপর আশাবাদী ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। তিনি বলেন, “আমি মনে করি শেষ দিনে জাদেজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কারণ পঞ্চম দিনে পিচ স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। জাদেজা ভালো বোলিং করেন। নিয়ন্ত্রণ নিয়ে বোলিং করেন। শেষ ৫-৬ ওভারে তিনি অনেক সুযোগ সৃষ্টি করেছেন।” তার মতে ভাগ্য যদি অনুকূল থাকে তাহলে ইংল্যান্ডের জন্য রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। শুধু তাই নয় জাদেজাকে উপরে ব্যাটিং করতে পাঠানো নিয়েও মুখ খুলেছেন বিক্রম। তিনি পরিষ্কার জানিয়েছেন এটা ডান হাতি, বাঁহাতি কম্বিনেশন বজায় রাখার জন্যই করা হয়েছে। যদিও একে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে এখনই দেখছে না ভারত।

ravindra jadeja fb

জানিয়ে রাখি ইতিমধ্যেই পঞ্চম দিনের শুরুতে একটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অর্ধশত রান করার পর আউট হয়েছেন ওপেনার ররি বার্ন্স। ৫০ রানের মাথাতেই তাকে ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর। যদিও অন্যদিকে নিজের অর্ধশত রান পূরণ করার পর এখনও ব্যাট করে চলেছেন অন্য ওপেনার হাসিব হামিদ। আপাতত পিচে তাকে সঙ্গ দিচ্ছেন ডেভিড মালান। এই মুহূর্তে এক উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের সংগ্রহ ১১৬ রান। অর্থাৎ জয়ের জন্য তাদের দরকার ২৪২। অন্যদিকে ভারতের দরকার নটি উইকেট।

 

Abhirup Das

সম্পর্কিত খবর