বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India National Cricket Board) আর ইংল্যান্ডের (England National Cricket Board) মধ্যে ম্যানচেস্টারে হতে চলা পঞ্চম তথা নির্ণায়ক টেস্ট ম্যাচে আশঙ্কা দেখা দিয়েছিল। ভারত পাঁচ টেস্ট ম্যাচের এই সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে। যদি ম্যানচেস্টারে হতে চলা পঞ্চম টেস্ট ম্যাচ ভারত জয় করে বা ড্র করে, তাহলে সিরিজে ভারতের জয় হবে।
টিম ইন্ডিয়ার ফিজিও যোগেশ পরমার করোনা পজেটিভ হওয়ার পর চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এরপরেই পঞ্চম টেস্ট ম্যাচ খেলা নিয়ে তুমুল আশঙ্কার সৃষ্টি হয়। বিসিসিআই-র সবথেকে বড় চিন্তা ছিল যে, পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ভারতীয় দলের প্লেয়াররা না করোনার কবলে পড়ে।
১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে, আর এরজন্য বিসিসিআই কোন বিপদের মুখে পড়তে চেয়েছিল না। বিসিসিআই যখন পঞ্চম টেস্ট ম্যাচ না খেলার জন্য ইংল্যান্ড ক্রিকেটে বোর্ডের সঙ্গে আলোচনা করেছিল, তখন তাঁরা আজব এক অফার দেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড শর্ত রেখেছিল যে, ভারত যদি শেষ ম্যাচ না খেলতে চায়, তাহলে তাঁদের হার মেনে নিতে হবে।
এরমানে এই যে, ভারত ওয়াকওভার দিয়ে দিত আর এই সিরিজ ২-২ হয়ে যেত। কিন্তু বিসিসিআই এই অফার নাকোচ করে দেয়। ইংল্যান্ডের তরফ থেকে এই অফার দেওয়ার পর BCCI টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি আর রোহিত শর্মার সঙ্গে পরামর্শ করে। বিরাট আর রোহিত পরিস্কার জানিয়ে দেয় যে, এই অফার তাঁরা মানবে না।
এরপর ভারতের খেলোয়াড়দের করোনা পরীক্ষা হয়। যার রিপোর্ট নেগেটিভ আসে। এবার এটা পরিষ্কার যে, দুই দলের শেষ টেস্ট ম্যাচ নিজের সময়েই হবে। আর ইংল্যান্ডের সিরিজ ড্র করার স্বপ্নতেও ভারতীয় প্লেয়ারদের করোনা রিপোর্ট জল ঢেলে দেয়।