ইংল্যান্ডের থেকে বেশি বাউন্ডারি মেরেছে ভারত, উঠল বিরাট বাহিনীকে জয়ী ঘোষণা করার দাবি

বাংলা হান্ট ডেস্কঃ ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হবার পর থেকেই নানারকম বিতর্ক উঠে এসেছে সংবাদ মাধ্যমে। বিশেষত ইংরেজ মিডিয়া ও প্রাক্তন খেলোয়াড়রা সমস্ত দোষ আইপিএলের উপর দিতে ব্যস্ত। যদিও করোনার কারণে নিজেদের সাউথ আফ্রিকা সফর বাতিল করারও রেকর্ড রয়েছে ইংরেজদের। কিন্তু প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এতদিন পরে মনে করছেন, সেই সিরিজ বাতিল করা উচিত হয়নি ইংল্যান্ডের। এমনকি তার মতে, ভারতের এই সফর বাতিল করা আসলে ইংল্যান্ডের আত্মমর্যাদায় আঘাত।

এবার এই সিরিজ ঘিরেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করল একাধিক মিম। এরই মধ্যে একটি মেনে দেখা যায় বিজয়ী ঘোষনা করে দেওয়া হয়েছে ভারতকে। তার কারণটাও অদ্ভুত। এক মিম প্রস্তুতকারকের দাবি, এই গোটা সিরিজে ২৪৫ টি বাউন্ডারি মেরেছে ভারত, অন্যদিকে ইংল্যান্ড মেরেছে ২৩৩ টি। তাই ২০১৯ বিশ্বকাপ ফাইনালে আইসিসি যে নিয়ম ব্যবহার করেছিল সেই অনুযায়ী জয়ী ঘোষণা করা হোক ভারতকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
লর্ডসের সেই লড়াইয়ে মূল ম্যাচ ড্র তো বটেই এমনকি সুপার ওভারও ড্র হয়ে যায়। যার জেরে আইসিসির নিয়ম অনুযায়ী যে দল বেশি বাউন্ডারি মেরেছে তাদের হাতেই তুলে দেওয়া হয় ট্রফি। সেই সূত্র ধরে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। তারপর থেকেই শুরু করেছিল রীতিমত সমালোচনা। আর এবার সেই ঘটনাকে মিমের মাধ্যমে ফের একবার মনে করিয়ে দিলেন ভারতীয় সমর্থকরা।

IMG 20210912 111554

প্রসঙ্গত এই মিম এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কারন পঞ্চম টেস্টের আগেই সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে ছিল ভার‍ত। তাই ওল্ড ট্রাফোর্ড জিতলেও সিরিজ জেতার আশা ছিল না ইংল্যান্ডের বরং তা ড্র হত। যদিও এই টেস্ট ইতিমধ্যেই রিসিডিউল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও ইসিবি। জানা গেছে আগামী বছর ভারত যখন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে তখনই খেলা হতে পারে এই টেস্ট।

 

Abhirup Das

সম্পর্কিত খবর