বাংলা হান্ট ডেস্কঃ ঋণে ডোবা সরকারি এয়ারলাইন কোম্পানি এয়ার ইন্ডিয়ার (Air India) বিক্রির প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে। এই এয়ারলাইনকে কেনার দৌড়ে অনেক কোম্পানিই রয়েছে, তবে টাটা (Tata Sons) সবথেকে বড় দাবিবার এবং সবার থেকে এগিয়ে রয়েছে। টাটা গ্রুপ (Tata Group) এয়ার ইন্ডিয়াকে কেনার আগ্রহ প্রকাশ করেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই বছর শেষের আগেই টাটার হাতে তৃতীয় এয়ারলাইনের চাবি চলে আসবে। বর্তমানে টাটার কাছে এয়ার এশিয়া (Air Asia), আর ভিস্তারার (Vistara) দায়িত্ব রয়েছে।
ভিস্তারা এয়ারলাইন টাটা সন্স প্রাইভেট লিমিটেড আর সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার। টাটার এতে ৫১ শতাংশ অংশীদারি রয়েছে আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে ৪৯ শতাংশ। কোম্পানি টাটা এসআইএ এয়ারলাইন্স লিমিটেড নামে রেজিস্টার রয়েছে।
২০১৩ সালে মালয়েশিয়ার এয়ারলাইন্স কোম্পানি বেরহাদ আর টাটা সন্স মিলে এয়ার এশিয়ার শুরু করেছিল। এই কোম্পানিতেও টাটার ৫১ শতাংশ শেয়ার ছিল আর বেরহাদের কাছে ৪৯ শতাংশ। যদিও, এরপর বেরহাদ নিজেদের ৩২.৬৭ শতাংশ শেয়ার টাটার কাছে বিক্রি করে দিয়েছিল। এরপর টাটার শেয়ার বেড়ে দাঁড়ায় ৮৩.৬৭ শতাংশ।
এয়ার ইন্ডিয়া এখনও সরকারের দখলে থাকলে প্রায় ৭০ বছর আগে এই এয়ারলাইনের শুভারম্ভ জামশেদজি টাটা করেছিলেন। উনি ১৯৩২ সালে টাটা এয়ার সার্ভিস শুরু করেছিলেন। যা পরে টাটা এয়ারলাইন্স হয়ে যায় আর ২৯ জুলাই ১৯৪৬ সালে তা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়। এরপর ১৯৫৩ সালে সরকার টাটা এয়ারলাইন্স অধিগ্রহণ করে। আর এবার প্রায় ৭০ বছর পর টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ দেখাচ্ছে।