বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ১৮ বছর পর ফের একবার পাকিস্তান সফরের জন্য রাজি হয়েছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিরিজে অংশগ্রহণ না করলেও এই সিরিজ পাকিস্তানের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ক্রিকেট শুরু হওয়ার পক্ষে এই সিরিজ আগামী দিনে বড় ভূমিকা নিতে পারত। কিন্তু ফের একবার বড় বাধা হয়ে উঠলো নিরাপত্তা।
আর এই নিরাপত্তার কারণ দেখিয়ে এবার সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই পাকিস্তানের পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু খেলা শুরুর আগেই ফের একবার কার্যত নাক কাটলো পাকিস্তানের। শুক্রবার সকালে টুইট করে একথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি টুইটে লিখেছে, ‘আজ সকালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সতর্ক করা হয়েছে। এই কারণে, তারা সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। পিসিবি এবং পাকিস্তান সরকার সফরকারী সকল দলের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে।”
The security officials with the NZ team have been satisfied with security arrangements made by the Govt of Pakistan throughout their stay here. 3/4
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
পিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইমরান খান নিজেও নিউজিল্যান্ড দলের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। যদিও এ বিষয়ে এখনও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে নতুন কোন বার্তা দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য নিউজিল্যান্ড প্রথম নয় এর আগেও একাধিকবার নিরাপত্তার কারণে সফরকারী দল বাতিল করে দিয়েছে পাকিস্তান সফর।