বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় এনসিসি থানায় পুলিশের জেরা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এরপর ওনাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। থানায় তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে বলতেই অসুস্থ বোধ করেন কুণাল ঘোষ। সেখানেই তিনি মাথা ঘুরে অচৈতন্য হয়ে পড়ে যান। এরপরই ওনাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার সঙ্গে রয়েছেন ত্রিপুরা তৃণমূলের কর্মী, সমর্থকরা।
চিকিৎসকরা জানিয়েছেন যে, কুণালবাবুর রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। আর এতেই তিনি মাথা ঘুরে পড়ে যান। কুণাল ঘোষের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ত্রিপুরা ও বাংলা তৃণমূলে। এরাজ্য থেকে মুহুরমুহ ফোন করে সমস্ত খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। এছাড়াও প্রশাসনের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগের পর কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই আজ তাঁকে ত্রিপুরায় ডেকে পাঠানো হয়েছিল।
ত্রিপুরা পুলিশের তলবে তাঁদের তদন্তে সহযোগিতা করার জন্য কুণাল ঘোষ মঙ্গলবার আগরতলায় পৌঁছেছিলেন। সেখানে যাওয়ার পর তিনি এনসিসি থানায় যান, আর সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের পড়ব শুরু হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীনই তিনি আচমকাই অসুস্থ বোধ করে মাটিতে পড়ে যান।