বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই ১৯ বছর পার করেছে ‘সাথী’ (saathi)। এই ছবির হাত ধরেই অভিনয় জীবনে পা রাখা জিতের (jeet)। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন জিৎ। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখনো পর্যন্ত একই রকম চার্ম ধরে রেখেছেন জিৎ। সময়ের সঙ্গে সঙ্গে সাথীর স্মৃতিও কিন্তু অমলিন থেকে গিয়েছে।
জিতের অভিনয়ের পাশাপাশি সাথীর গানও কিন্তু দারুন হিট হয়েছিল। ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ গানটি আজও চরম জনপ্রিয়। এস পি ভেঙ্কটেশ সুর দিয়েছিলেন এই গানে। সাথীর মাধ্যমেই সিনেপাড়া পেয়েছিল জিৎ প্রিয়াঙ্কা (priyanka upendra) জুটি। অভিনেতার ভক্তদের কাছে অন্যতম জনপ্রিয় এই জুটি। দীর্ঘদিন হয়ে গিয়েছে বাংলা ছবির জগৎ থেকে বিদায় নিয়েছেন প্রিয়াঙ্কা। অপরদিকে সেদিনের সেই নবাগত জিৎ আজ টলি ইন্ডাস্ট্রি অন্যতম শক্ত খুঁটি।
আজ এত বছর পর এসে দুই পুরনো বন্ধুর ফের দেখা হল। তাও আবার কালীঘাটের মন্দিরে! বলা যায় একরকম মা কালীই মিলিয়ে দিলেন দুই হারানো সাথীকে, জিৎ ও প্রিয়াঙ্কা। এতদিন পর নায়ককে পেয়ে আর কি তাঁকে ছাড়া যায়! মন্দিরে পুজো সেরেই জিতের অফিসে তাঁর সঙ্গে আড্ডায় বসলেন প্রিয়াঙ্কা।
পুরনো দিনের কথা থেকে এখনকার খোশগল্প, চা সহযোগে জমিয়ে আড্ডা দিলেন দুজনে। একসময়ের নায়িকার ছবি নিজের ফোনে ক্যামেরাবন্দিও করলেন জিৎ। সেই সমস্ত ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে লিখেছেন, ‘আমার বন্ধুর সঙ্গে “চা আর আড্ডা” ছাড়া কলকাতা অসম্পূর্ণ!’
https://www.instagram.com/p/CUJpW9hFV0j/?utm_medium=copy_link
সাথীর পর ২০০৮ সালে ‘হ্যালো মেমসাহেব’ ছবিতেও জিতের সঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা। তবে সেই ছবি মুক্তি পায় ২০১১ তে। সেটাই বাংলা ছবিতে প্রিয়াঙ্কার শেষ কাজ। এরপরেই তিনি পাড়ি দেন সোজা দক্ষিণে। দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা উপেন্দ্র রাওকে বিয়ে করে সেখানেই চুটিয়ে কাজ করছেন প্রিয়াকা উপেন্দ্র। তবে টলিউডের বন্ধুবান্ধবদের সঙ্গেও ঘনিষ্ঠতা বজায় রেখেছেন তিনি।