বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার (australia cricket team) প্রাক্তন দিজ্ঞজ স্পিনার ব্র্যাড হগ (Brad Hogg) দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার তথা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) খেলায় বেশ প্রভাবিত। উনি শ্রেয়সের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার (Indian National Cricket Team) অধিনায়ক হতে পারেন। শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্যাপিটাল ২০২০ সালে আইপিএল-র ফাইনালে পৌঁছেছিল। আইপিএল ২০২১-এ চোট সারিয়ে ফের দলে ফিরেছে শ্রেয়স। তবে বর্তমানে দিল্লির অধিনায়কের দায়িত্ব পেয়েছে ঋষভ পন্থ।
ব্র্যাড হগ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘ও চোট সারিয়ে আবারও ফেরত এসেছে। বর্তমানে তাঁর উপরে অনেক চাপ রয়েছে। ওকে টি-২০ বিশ্বকাপের জন্য মুখ্য ভারতীয় দলে জায়গা দেওয়া হয়নি। একটা জিনিস আমি প্রেস কনফারেন্সে দেখেছিলাম, যেটা হল ওর মধ্যে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার রসদ রয়েছে।”
আইয়ার লিমিটেড ওভার গেমে ভারতীয় টিমের রেগুলার সদস্য ছিল। আইপিএলের ১৪ তম সংস্করণের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে চোট পেয়েছিল আইয়ার। ফিল্ডিং করার সময় তাঁর কাঁধে আঘাত লাগে। এরপর তাঁর সার্জারিও হয়। টি-২০ বিশ্বকাপে আইয়ারকে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে জায়গা দেওয়া হয়েছে।
চোট সারিয়ে ফিরে আসতেই আইয়ার প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪১ বলে ৪৭ রান করে। তাঁর এই ব্যাটিংয়ের সুবাদেই দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারাতে পেরেছিল। দিল্লির আগামী খেলা রাজস্থান রয়ালসের বিরুদ্ধে ২৫ তারিখ হতে চলেছে। বর্তমানে আইপিএলের সেরা দল হল দিল্লি ক্যাপিটালস।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!