ইস্তফা দেওয়ার পর প্রথমবার মুখ খুললেন সিধু, ভিডিও-র মাধ্যমে জানালেন আসল উদ্দেশ্য

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর নবজ্যোত সিং সিধু প্রথম প্রতিক্রিয়া দিলেন। উনি বলেন, কারও সঙ্গে আমার কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। আমার রাজনৈতিক কেরিয়ারের ১৭ বছর বিশেষ উদ্দেশ্যের জন্য অর্পিত। সিধু বলেন, মানুষের জীবনে বদল আনা, দৃঢ় ভাবে নিজের সিদ্ধান্তে অটল থাকা আর মানুষের জীবনকে উন্নত করা আমার ধর্ম। আমি আমার নৈতিকতা, নৈতিক অধিকারের সঙ্গে সমঝোতা করতে পারব না। এখানে যা হচ্ছে, সেঁতা পাঞ্জাবের ইস্যু আর অ্যাজেন্ডার সঙ্গে সমঝোতা ছাড়া আর কিছুই না।

সিধু বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে পাঞ্জাবের ইস্যু নিয়ে লড়াই করে চলেছি। দাগি নেতা আর অফিসারদের নিয়ে প্রশাসন গড়ে উঠেছিল, কিন্তু সেই ব্যবস্থা আর হতে দেওয়া যাবে না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকব।”

সিধু বলেন, আমার লড়াই একটি উদ্দেশ্যর লড়াই। আমি সত্যের জন্য লড়াই করেছি। আমার বাবা সবসময় আমাকে বলেছে দুটি রাস্তার মধ্যে শুধু সত্যের রাস্তাটি বেছে নেবে। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ৪:৩৯ মিনিটের একটি ভিডিওর মাধ্যমে সিধু বলেন, ‘আমি না শীর্ষ নেতৃত্বদের ধোঁয়াশায় রাখতে পারব, আর না নিজেকে। আমি পাঞ্জাবের মানুষের উন্নত জীবনের লড়াইয়ের জন্য সবকিছু বলিদান দিতে প্রস্তুত। দাগি নেতা আর অফিসারদের আবারও ক্ষমতায় এনে তাঁদের সুযোগ দেওয়া যাবে না। আমি এর বিরোধিতা করছি।”

উল্লেখ্য, সিধু মঙ্গলবার পাঞ্জাবের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। এরপর একজন মন্ত্রী এবং কয়েকজন কংগ্রেস নেতার ইস্তফার পর পাঞ্জাব কংগ্রেসে ভূমিকম্পের সৃষ্টি হয়। সিধুর ইস্তফার কয়েক ঘণ্টার পর পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ১৮ কংগ্রেসের বৈঠক হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর