বাংলাহান্ট ডেস্ক: বিজেপিও ছেড়ে দেবেন হিরণ চট্টোপাধ্যায় (hiran chatterjee)! তৃণমূল যোগ্য সম্মান দেয়নি। তাই ভোটের আগে ফুল বদলে ভিড়েছিলেন বিজেপিতে। এবার নাকি সেখানে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত বেঁধেছে তাঁর। এবার কি বিজেপিও ছাড়তে চলেছেন হিরণ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
দিলীপ ঘোষের সঙ্গে নাকি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে হিরণের। কানাঘুঁষো অবশ্য অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। বিধানসভা ভোটের আগে দল বদলে বিজেপিতে এসেছিলেন হিরণ। খড়গপুর সদর থেকে ভোটে জিতে বিধায়কও হন। তারপর থেকেই নাকি দুজনের মধ্যে মন কষাকষির সূত্রপাত। কিন্তু কিছুদিন আগে বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন হিরণ।
বেশ কিছুদিন হয়ে গিয়েছে দলের কোনো কোনো অনুষ্ঠান, কর্মসূচীতেই আর দেখা যায় না হিরণকে। এর জেরেই গুঞ্জন ছড়িয়েছে, এবার গেরুয়া শিবিরের সঙ্গও ত্যাগ করতে পারেন হিরণ। কিন্তু ছেড়ে যাবেন কোথায়? খড়গপুরের তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে, সবুজ শিবিরে ফিরতে চাইলেও আর ফেরানো হবে না তাঁকে। যদিও খড়গপুরের বিজেপি নেতৃত্বের মতে, দিলীপ ঘোষের সঙ্গে যদি কোনো সমস্যা থেকেও থাকে তা সত্ত্বেও হিরণ বিজেপিতেই থাকবেন।
কিছুদিন আগেই টুইটারে ‘দিলীপ – হিরণ বিতর্ক’ ক্যাপশন দিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন অভিনেতা বিধায়ক। তাঁর প্রশ্ন, তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্তব্য করেছেন তাঁর প্রমাণ কোথায়? হিরণ লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টির চিরকাল আদর্শ ছিল শ্রমিক সুরক্ষা এবং এটি আমার কাছে সর্বদা সমস্ত রাজনীতির উর্দ্ধে।’
সবশেষে হিরণ স্পষ্ট করেছেন, বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কোনো রকম কোনো বিবাদই নেই। বরং বিধায়ক হওয়ার ক্ষেত্রে তাঁকে অনুপ্রাণিত করেছেন দিলীপ ঘোষ।