বিয়ের সব ঠিকঠাক হয়েও ভেঙে গেল সম্পর্ক, প্রাক্তন তনুশ্রীকে নিয়ে অকপট রুদ্রনীল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে তাঁর রাজনৈতিক দলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কেউ। যেই সুযোগ পেয়েছে সমালোচনা করেছে রুদ্রনীল ঘোষের (rudranil ghosh)। কিন্তু পাত্তা দেননি তিনি। বিজেপিতে গিয়েও দিব‍্যি কাজ করছেন রুদ্রনীল। পাশাপাশি সামলাচ্ছেন অভিনয় কেরিয়ারও। দুদিক সামলে নিলেও এখনো একটা অপূর্ণতা থেকে গিয়েছে তাঁর জীবনে। এখনো বিয়েটা করে উঠতে পারেননি রুদ্রনীল।

একটা সময় অবশ‍্য বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন অভিনেতা। পাত্রীও পছন্দ করে ফেলেছিলেন। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত আর সম্পর্কটা গড়ায়নি। সেই পাত্রী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (tanusree chakraborty)। ২০১৭ সালে রুদ্রনীল ঘোষনা করেছিলেন বিয়ে করলে তনুশ্রীকেই করবেন। কিন্তু তনুশ্রীও থাকলেন না আর বিয়েটাও করা হল না।


হঠাৎ সম্পর্ক ভাঙার কারণ কী? সংবাদ মাধ‍্যমকে স্পষ্ট ভাবেই রুদ্রনীল জানান, তাঁরা খুব ভাল বন্ধু ছিলেন। কিন্তু সম্পর্কটা বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে যেতে গিয়ে দেখলেন কেমন বাধো বাধো ঠেকছে। রুদ্রনীলের কথায়, “বন্ধু হিসেবে যে কথাগুলো অবলীলায় বলে ফেলা যায় প্রেমের ক্ষেত্রে তা সম্ভব নয়। তাই আমরা আলাদা হয়ে গেলাম। ও এখন নতুন জীবনে পা রেখেছে। নতুন প্রেমিক হয়েছে। অনেক শুভেচ্ছা।”

তবে সম্পর্ক ভেঙেছে বলে যে বিয়ের থেকে য়ুখ ফিরিয়ে নিয়েছেন রুদ্রনীল এমনটা কিন্তু নয়। বিয়ের শখ এখনো তাঁর ষোলো আনা। বললেন, আজ থেকে দু তিন মাস পরেই হয়তো বিয়ে করে নিতে পারেন তিনি। সারা জীবন আইবুড়ো হয়ে থাকার মোটেই কোনো ইচ্ছা নেই।

একসময় হানিমুনের জন‍্য নাকি জায়গা পছন্দ করতেন তনুশ্রীই। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন দুই প্রাক্তন, কিছুটা আগে পরে। নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন রুদ্রনীল তনুশ্রী দুজনেই। ভোটে হারার প‍র রাজনীতিকে বিদায় জানিয়েছেন অভিনেত্রু। রুদ্রনীল কিন্তু রয়ে গিয়েছেন লড়াইয়ের ময়দানেই।

X