হায়দ্রাবাদকে দাপটে হারিয়ে প্লে অফের লড়াইয়ে অস্তিত্ব টিকিয়ে রাখল কলকাতা

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম ম্যাচে আরসিবির জয়ের পর আজ রবিবার দবর হেডারের দ্বিতীয় ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল মর্গ্যান বাহিনীর জন্য। কারণ এই মুহূর্তে এমনিতেই প্লে অফসের দৌড় থেকে ছিটকে গিয়েছে হায়দ্রাবাদ। তবে কেকেআরের সুযোগ এখনও রয়েছে। এদিন টসে জিতের প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে কার্যত চূড়ান্ত ব্যর্থ প্রমাণিত হয় তার এই সিদ্ধান্ত। কলকাতার বোলিং ঝাঁজে এদিন ফের একবার ভেঙে পড়ে হায়দ্রাবাদি ব্যাটিং।

প্রথমেই ঋদ্ধিমান সাহাকে তুলে নিয়ে হায়দ্রাবাদকে বড় ঝটকা দেন টিম সাউদি। এরপর ব্যক্তিগত দশ রানের মাথায় সতীর্থ ওপেনার জেসানকেও ফিরিয়ে দেন শিভম মাভি। অধিনায়ক উইলিয়ামসন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু ২৬ রানের মাথায় তিনি রান আউট হওয়াতে কার্যত ভেঙে পড়ে হায়দ্রাবাদের মিডল অর্ডার। শেষ পর্যন্ত আব্দুল সামাদ এবং প্রিয়ম গর্গের চেষ্টায় 8 উইকেট হারিয়ে ১১৫ রানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদ। কেকেআরের হয়ে দুটি করে উইকেট তুলে নেন সাউদি, মাভি এবং বরুণ চক্রবর্তী। একটি উইকেট পান সাকিব।

জবাবে ব্যাট করতে নেমে যদিও সাত ওভারের ভিতরেই ভেঙ্কটেশ এবং ত্রিপাঠিকে হারিয়েছিল কেকেআর। কিন্তু অন্যদিকে এদিন নিজের ধারাবাহিক ভালো ফর্ম বজায় রাখেন শুভমান গিল। কার্যত তার দৌলতেই ম্যাচ অনেকখানি সহজ হয়ে গিয়েছিল কেকেআরের জন্য। এদিন উইকেট পতন রুখে দিয়ে নীতিশ রানার সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। দলকে জয় অবধি নিয়ে যেতে না পারলেও আজ ৫১ বলে দশটি চারের সাহায্যে ৫৭ রানের যে ইনিংস খেলেন তিনি তা ছিল অনবদ্য।

https://twitter.com/KKRiders/status/1444716093210128384?s=19

যদিও তিনি আউট হতে এদিন বেশ কিছুটা সমস্যায় পড়ে যায় কেকেআর। কারণ একইসঙ্গে ২৫ রানে ফিরে যান নীতিশ রানাও। তবে এদিন কার্তিকের সুন্দর ফিনিশিংয়ের দৌলতে জয় তুলে নিতে কোন অসুবিধা হয়নি কেকেআরের। যার ফলে কার্যত প্লে-অফের লড়াইয়ে এখনও নিজেদের জিইয়ে রাখল তারা। যদিও এ পর্যন্ত পৌঁছাতে বেশ লড়াই করতে হয়েছিল তাদের। ওভার অবধি গড়িয়েছিল এই যুদ্ধ।

 


Abhirup Das

সম্পর্কিত খবর