‘একদম ভালো লাগছে না দেখতে, মোটা হাতি একটা!’ শ্রাবন্তীর নাচ দেখে কটুমন্তব্যে ভরল কমেন্ট বক্স

বাংলাহান্ট ডেস্কঃ কখনও শুভশ্রী, আবার কখনও শ্রাবন্তী (srabanti chatterjee), ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে বিচারকের আসনে বসে থাকা বাংলার এই দুই জনপ্রিয় অভিনেত্রীকে প্রায়শই হতে হচ্ছে নেটিজনদের সমালোচনার শিকার। তাঁদের ডান্স পারফরম্যান্স দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠছে দর্শকরা।

ব্যক্তিগত জীবনে একের পর এক বিয়ে ভেঙ্গেছে শ্রাবন্তীর। সেই কারণেই কম বার সমালোচকদের রক্ত চক্ষুর সম্মুখীন হতে হয়নি এই অভিনেত্রীকে। তবে বর্তমান সময়ে এই সব বিষয়ে কোনরকম কর্ণপাত না করে, নিজের মেজাজেই রয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই নতুন প্রেমিককে নিয়ে মালদ্বীপ ভ্রমণও করে এসেছেন শ্রাবন্তী।

তবে সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’র একটি এপিসোডে টলি সুপারস্টার জিতের সঙ্গে ডান্স করতে দেখা যায় শ্রাবন্তীকে। জিৎ-শ্রাবন্তী অভিনীত ‘জোশ’ সিনেমা থেকে একটি জনপ্রিয় গান ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’তে পারফরম্যান্স করতে দেখা যায় জিৎ-শ্রাবন্তীকে। আর এই পারফরম্যান্সের পর থেকেই স্যোশাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের বন্যা।

রোমান্টিক পারফরম্যান্স করেও, শ্রাবন্তীর কপালে জুটল নেটিজনদের সমালোচনা। কেউ কেউ তো কমেন্ট বক্সে লিখেই দিলেন, ‘মোটা হাতি’। আবার কেউ লিখলেন, ‘একদম ভালো লাগছে না দেখতে’।

https://www.facebook.com/watch/?v=352043893364786&t=0

‘ডান্স বাংলা ডান্স’র প্রতিযোগীদের নাচ দর্শকের মুগ্ধ করলেও, বিচারকদের নিয়ে ট্রোলের বন্যা বইছে স্যোশাল মিডিয়ায়। বিচারকদের ভারী চেহারার কারণে, সেলিব্রেটিদের ফিটনেস নিয়েও উঠছে নানা প্রশ্ন।

Smita Hari

সম্পর্কিত খবর