বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে প্রতিযোগিতার বাজারে একে অন্যের থেকে আরও বেশি এবং ভালো পরিষেবার দেওয়ার চেষ্টা করে চলেছে। যে কোন বিষয় হোক কিংবা মোবাইল নেটওয়ার্ক, সবেতেই চলছে প্রতিযোগিতা। তবে সম্প্রতি সময়ে জিও (jio) প্রথম সারিতে থাকলেও, পিছিয়ে নেই অন্যান্য নেটওয়ার্কিং সাইটগুলোও।
BSNL প্রিপেইড ব্যবহারকারীদের জন্য সম্প্রতি একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে BSNL। যেখানে 429 টাকা রিচার্জে গ্রাহক পাচ্ছেন দৈনিক 1 GBর সঙ্গে থাকছে 1.5GB অতিরিক্ত ডেটা। যার ফলে প্রতিদিন গ্রাহকরা 2.5 GB করে ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। বৈধতা থকছে ৮১ দিনের জন্য। এই অফার খুবই সীমিত সময়ের জন্য থাকছে।
জানিয়ে রাখি, 429 টাকা রিচার্জে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টা করে বিনামূল্যে sms পেতেন গ্রাহকরা। এই সংশোধিত পরিকল্পনাটি নির্বাচিত বৃত্তেও লাইভ করা হয়েছে। পশ্চিম উত্তর প্রদেশে 349, 399 এবং 448 টাকার প্ল্যানের সাথে অতিরিক্ত 1.5 GB ডেটা অফার দেওয়া হচ্ছে।
আবার Vi নিজের গ্রাহকদের 249 টাকা মূল্যের একটি প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা দিচ্ছে। সঙ্গে বিনামূল্যে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টা করে বিনামূল্যে sms , ভোডাফোন আইডিয়া থেকে উইকএন্ড ডেটা রোলওভারের সুবিধার সঙ্গে ভি মুভি এবং টিভিতেও অ্যাক্সেস পাবেন। বৈধতা থাকছে ২৮ দিনের।
আবার এই আকই মূল্যে অর্থাৎ 249 টাকা এয়ারটেল প্রিপেইড প্ল্যানে গ্রাহক পাচ্ছেন প্রতিদিন 1.5 GB ডেটা, বিনামূল্যে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টা করে বিনামূল্যে sms পরিষেবাও। বৈধতা থাকছে ২৮ দিনের জন্য।
এবার জিও-র প্রসঙ্গে জেনে নিন। যেখানে আপনি 249 টাকা রিচার্জে এয়ারটেল, Vi-তে গ্রাহক প্রতিদিন 1.5 GB ডেটা পেয়ে থাকেন, সেখানে জিও দিচ্ছে 2 GB। সেই সঙ্গে জিও থেকে জিও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, অন্যান্য নেটওয়ার্কেও বিনামূল্যে কলের সুবিধা, প্রতিদিন ১০০ টা করে বিনামূল্যে sms পরিষেবা এবং জিও অ্যাপগুলির প্রশংসাসূচক অ্যাক্সেসও। বৈধতা থাকছে ২৮ দিনের জন্য।