বাংলা হান্ট ডেস্কঃ থাওনাওজাম বৃন্দা, মনিপুরের এই ডাকাবুকো আইপিএস অফিসারের নাম কার্যত সকলের কাছেই পরিচিত। নিজের কর্তব্য অবিচল বৃন্দা বারবার তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একদিকে যেমন রূপে লক্ষ্মী তেমনই আবার গুনেও সরস্বতী। নারকোটিক্স বিভাগের এই অফিসার রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন প্রাক্তন এডিসি চেয়ারম্যান লুখোসেই জৌ এবং আরও ছয়জনকে মাদক পাচার কাণ্ডে গ্রেপ্তার করে। তাদের কাছে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা।
তার সাহসিকতার জন্য ৭১ তম স্বাধীনতা দিবসে মনিপুরের মুখ্যমন্ত্রীর হাত থেকে পুলিশ মেডেলও পান তিনি। তবে নিজের কর্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধেও পিছপা হননি বৃন্দা। ২০১৮ সালে নারকোটিক্স আদালত যখন বৃন্দার গ্রেপ্তার করা প্রাক্তন এডিসি চেয়ারম্যান লুখোসেই জৌ সহ ছজনকে বেকসুর খালাস ঘোষণা করে প্রতিবাদে সরব হয়েছিলেন এই আইপিএস অফিসার। মুখ্যমন্ত্রীর হাত থেকে পাওয়া নিজের পুলিশ মেডেল ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার এই কর্তব্যপরায়নতা রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছিল সকলেরই।
এবার জানা গিয়েছে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই আইপিএস বৃন্দা। সূত্রের খবর অনুযায়ী, এবার রাজনীতিতে পদার্পণ করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে এই আইপিএস অফিসারের বিজেপিতে যোগ দেওয়ার। আগামী দিনে মনিপুরের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দিতা করবেন বলেও জানা গিয়েছে। যদিও তিনি কোন দলে যোগদান করছেন তা সম্পর্কে এখনও মুখ খোলেননি বৃন্দা। কারণ এখনও সরকারি পদ থেকে ইস্তফা দেননি তিনি।
তবে তার রাজনৈতিক জীবন শুরুর কারণ নিজেই ব্যাখ্যা করেছেন এই আইপিএস অফিসার। তিনি জানিয়েছেন বর্তমানে এই সিস্টেমকে বদলাতেই রাজনীতির পথে পা রাখতে চান তিনি। কাজ করতে চান যুব সমাজ এবং দরিদ্রদের উন্নতির জন্য। তিনি স্পষ্টতই জানিয়েছেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিজের কর্তব্য থেকে সরে আসব না। বৃন্দার চাকরিজীবন অবশ্য তার কর্তব্যপরায়ণতা এবং অদম্য জেদেরই সাক্ষী দেয়, যদিও তার রাজনৈতিক ইনিংস কেমন হবে বলে দেবে সময়ই।